বিমার গুরুত্ব (Importance of insurance) কি কি?
মানবজীবন ও সম্পদের ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলহ ব্যবস্থাই হল বর্তমান কালের বিমা ব্যবসায়৷ এরূপ ঝুঁকি মানুষকে তাড়া করে ফিরেছে সৃষ্টির শুরু থেকেই৷ আর মানুষ এ বিপদ থেকে রক্ষার প্রাণান্ত চেষ্টা চালিয়েছে সবসময়ই৷ কিন্তু এ বিপদ হতে সম্পূর্ণ রক্ষা পাওয়া সম্ভব হয় নি৷ সে কারণে বিপদ থেকে রক্ষা পাওয়ার সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন ধরনের বিমার উদ্ভব ঘটেছে৷বিমা |
তাই প্রত্যেক সমাজে বিমা আজ এক অপরিহার্য নাম ও গুরুত্বপূর্ণ ব্যবসায়৷ নিম্নে বিভিন্ন দিক বিবেচনায় গুরুত্ব তুলে ধরা হলঃ
- ব্যক্তিগত জীবনে বিমার গুরুত্ব (Importance of insurance in personal life)
- ব্যবসায় সম্প্রসারণে বিমার গুরুত্ব (Importance of insurance to the spread of business)
- অর্থনৈতিক গুরুত্ব (Economic Importance)
- সামাজিক গুরুত্ব (Social importance)
ব্যক্তিগত জীবনে বিমার গুরুত্ব (Importance of insurance in personal lafe)
আর্থিক নিরাপত্তা বিধান (Brings financial security)
ব্যক্তিজীবনে বিমার সবচেয়ে বড় গুরুত্ব হল এটা তাকে জীবন ও সম্পত্তির ঝুঁকি বা বিপদ থেকে আর্থিকভাবে রক্ষার ব্যবস্থা করে৷ কোন ব্যক্তি মারা গেলে অসুস্থ বা পঙ্গু হলে অথবা তার সম্পত্তির হানি ঘটলে ঐ বা তার পরিবার যাতে পরিবার থেকে যাতে আর্থিকভাবে পথে না বসে বিমা তার ব্যবস্থা করে থাকে৷সঞ্চয় সৃষ্টি (Creation of savings)
বিমা বিশেষত জীবনবিমা জনসাধারণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ এ ধরনের বিমার প্রিমিয়াম নির্দিষ্ট সময়ান্তে কিস্তিতে পরিশোধ করতে হয়৷ এতে এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয়ের সৃষ্টি হয় যা ব্যক্তিকে মিতব্যয়ী হতে সাহায্য করে৷বিনিয়োগের সুযোগ লাভ (Provides the facilities of investment)
বিমা বিশেষত জীবনবিমার ফলে শুধুমাত্র ব্যক্তিক সঞ্চয়েরই সৃষ্টি হয় না এর মাধ্যমে পুঁজি গঠনের পাশাপাশি উক্ত ব্যক্তি বিনিয়োগ সুবিধাও লাভ করে৷ বিমা পলিসি চালু থাকা অবস্থায় ঋণ সুবিধা ও মেয়াদ পূর্তিতে একত্রে অনেক টাকা পেয়ে বিমাগ্রহীতা তা লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে।বৃদ্ধ বয়সের অবলম্বন (Security of old age)
জীবনবিমা মানুষের বৃদ্ধ বয়সের একটা গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে কাজ করে৷ সৃষ্টিকর্তার অমোঘ নিয়মেই একজন মানুষ বয়সের টানে ভাটা পড়ার সাথে সাথে কর্মক্ষমতা হারায়৷ কিন্তু সে অবস্থাতেও পরিবারের বোঝা তার ওপর চেপে থাকতে পারে৷ তাই বিমা বৃদ্ধ বয়সের অবলম্বন হিসেবে তাকে সে অবস্থায় সহায়তা দিতে পারে৷মানসিক প্রশান্তি সৃষ্টি (Brings mental satisfaction)
বিমা ব্যক্তিজীবনে মানসিক প্রশান্তি সৃষ্টিতেও কার্যকর ভূমিকা রাখে৷ মানুষের বিপদের মুহূর্তে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবসহ অনেকেই আহাজারি করে৷ কিন্তু সেই অবস্থায় আসল করণীয় কাজ করতে বিমা প্রতিষ্ঠানই এগিয়ে আসে৷ বিমার কারণে একজন মৃত্যুপথযাত্রী ব্যক্তিও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা প্রশ্নে কিছুটা স্বস্তিবোধ করতে পারে৷ব্যবসায় সম্প্রসারণে বিমার গুরুত্ব (Importance of insurance to the spread of business)
ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস (Reduces the hindrances of risk)
ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত৷ এরূপ ঝুঁকির চিন্তা ব্যবসায়ীদেরকে সবসময় তাড়া করে ফেরে৷ বিমা ব্যবসায়ের ক্ষেত্রে এরূপ ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে এবং উদ্ভূত ক্ষতির ক্ষতিপূরণের ব্যবস্থা করে ব্যবসায়ের চাকা সচল রাখে৷বিনিয়োগে উৎসাহ সৃষ্টি (Encourages investment)
কম ঝুঁকি অথচ অধিক লাভ এমন খাতাই সবাই পছন্দ করে৷ অথচ ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভের সম্ভাবনাও বেশি থাকে৷ এরূপ ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে বিমা ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসে৷ ফলে ব্যবসায়ীরা স্বচ্ছন্দে ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে৷বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন (Development of foreign trade)
অভ্যন্তরীণ ব্যবসায়ের চেয়ে বৈদেশিক ব্যবসায়ের ঝুঁকির পরিমাণ বেশি থাকে৷ এটি মূল্য সংগ্রহে পণ্য পাঠাতে বা পণ্য সংগ্রহে বিলম্ব ইত্যাদি ধরনের বিমা পলিসি খোলার সুযোগ দেয়৷ ফলে বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন ঘটে৷কর্মীদের প্রণোদনা সৃষ্টি (Stimulates the employees)
বিমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়ের উন্নয়নের পাশাপাশি এতে নিয়োজিত কর্মীদের মাঝেও আগ্রহের সৃষ্টি করে৷ যখন কর্মীরা দেখে যে ব্যবসায়ের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় তখন তারা কাজ করতে উৎসাহিত হয়৷ এ ছাড়া কর্মীদের জন্য গ্রুপ বিমার ব্যবস্থা করা হলে তাও কর্মীদেরকে উৎসাহিত করে৷