ইংলিশ কটন কাউন্ট (English Cotton Count) কি?
ইংলিশ কটন কাউন্ট নির্ণয়ের জন্য দৈর্ঘ্যের একক ৮৪০ গজ ও ওজনের একক ১ পাউন্ড৷ কাউন্ট নির্ণয়ের জন্য সহজভাবে বলা যায় যে ৮৪০ গজের যতগুলি হ্যাঙ্ক ১ পাউন্ড ওজনের সুতায় তৈরি করা সম্ভব সুতার কাউন্ট তত হবে৷ইংলিশ কটন কাউন্ট |
নিম্নের সূত্রের সাহায্যে সহজেই কটন কাউন্ট বের করা সম্ভবঃ
Ne= নমুনা সুতার দৈর্ঘ্য (গজ) × ওজনের একক
দৈর্ঘ্যের একক × নমুনা সুতার ওজন (প্রাঃ)
Ne= নমুনা সুতার দৈর্ঘ্য (গজ) × ওজনের একক
দৈর্ঘ্যের একক × নমুনা সুতার ওজন (প্রাঃ)
উদাহরণস্বরূপঃ ৮৪০ গজ সুতার ওজন ১ পাউন্ড হলে
কটন কাউন্ট (Ne)= ৮৪০ × ১\৮৪০ × ১ =১’S কাউন্ড৷