খর পানি ও মৃদু পানির মধ্যে পার্থক্য?

মৃদু পানি ও খর পানির মধ্যে পার্থক্য?

নিচে মৃদু পানি ও খর পানির মধ্যে পার্থক্য দেখানো হলঃ

মৃদু পানি

  • যে পানিতে অল্প সাবান ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফেনা উৎপন্ন হয় তাকে মৃদু পানি বলে৷
  • এ পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম প্রভৃতি ধাতুর ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট ইত্যাদি লবণমুক্ত থাকে৷
  • বৃষ্টির পানি মৃদু পানি৷
  • টেক্সটাইল ওয়েট প্রসেসিং এর জন্য বিশেষভাবে উপযোগী৷
  • মৃদু পানি স্কাওয়ারিং এর সময় কাপড়ে অদ্রবণীয় যৌগ জমা করে না৷
  • মৃদু পানি ব্যবহারে শিল্পকারখানার বয়লারে কোন স্কেল (Scale) তৈরি করে না৷
  • মৃদু পানিতে ডাইং এর সময় ডাই এর অপচয় কম হয় এবং সুষম ডাইং হয়৷
  • মৃদু পানি ব্যবহারে বয়লারে তাপ শক্তির অপচয় হয় না৷
খর পানি ও মৃদু পানি
খর পানি ও মৃদু পানি

খর পানি

  • যে পানিতে সাবান ব্যবহার করলে সহজে ফেনা উৎপন্ন হয় না বা যথেষ্ট পরিমাণ সাবান খরচ হওয়ার পর ফেনা উৎপন্ন হয় তাকে পানি বলে৷
  • এ পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন প্রভৃতি ধাতুর ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট ইত্যাদি লবণ যুক্ত থাকে৷
  • নদী সমুদ্র ও ঝরনার পানি খর পানি৷
  • এ পানি টেক্সটাইল ওয়েট প্রসেসিং এ সরাসরি ব্যবহার করা যায় না ব্যবহার করতে হলে পানি বিশোধন করে নিতে হয়৷
  • খর পানি স্কাওয়ারিং এর সময় কাপড়ে অদ্রবণীয় যৌগ জমা করে যা দূর করা কষ্টসাধ্য৷ খর পানি শিল্পকারখানার বয়লারে স্কেল (Scale) তৈরি করে যা সমস্যাপূর্ণ৷
  • খর পানিতে ডাইং এর সময় ডাইস্টাফ তলানিরূপে অপচয় হয় এবং অসম ড্রাইং হয়৷
  • খর পানি ব্যবহারে বয়লারে তাপ শক্তি অপচয় করে৷
Next Post Previous Post