বাংলাদেশ একটি দরিদ্র উন্নয়নশীল দেশ৷ অন্যান্য উন্নয়নশীল দেশের মত এদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম৷ নিচে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা করা হলঃ
- বৈদেশিক মুদ্রা অর্জন (Earn foreign currency)
- যন্ত্রপাতি ও কাঁচামালের আমদানি (Import equipment & material)
- খাদ্য চাহিদা পূরণ (Meet up demand of food)
- প্রযুক্তি আমদানি (Import technology)
- দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টি (Create international market of domestic goods)
- বৈদেশিক মুদ্রার তহবিল সৃষ্টি (Create fund of foreign currency)
- জীবনযাত্রার মান উন্নয়ন(Development standard of living)
- বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রস (Decrease dependadity of foreign aid)
বৈদেশিক মুদ্রা অর্জন (Earn foreign currency)
বাংলাদেশে প্রচুর পাট চা চামড়া মৎস্য প্রভৃতি কৃষি পণ্য উৎপাদিত হয় দেশের প্রয়োজন মেটানোর পর ও এসব পণ্যের একটি উল্লেখযোগ্য অংশ উদ্বৃত্ত থাকে৷ এই উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়৷যন্ত্রপাতি ও কাঁচামালের আমদানি (Import equipment & material)
শিল্পক্ষেত্র বাংলাদেশ অনগ্রসর৷ দেশের দ্রুত শিল্পয়নের জন্য প্রচুর যন্ত্রপাতি কলকব্জা এবং বিভিন্ন শিশ্লের কতিপয় কাঁচামালের প্রয়োজন৷ বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি কলকব্জা ও কাঁচামাল বিদেশ হতে আমদানি করে দেশে দ্রুত শিল্পায়ন করা যায়৷বৈদেশিক বাণিজ্য |
খাদ্য চাহিদা পূরণ (Meet up demand of food)
বাংলাদেশে প্রতি বছর বন্যা খারা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলহানি হয়৷ এ কারণে খাদ্য ঘাটতি থেকেই যায়৷ বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির মাধ্যমে এ ঘাটতি পূরণ করা হয়৷প্রযুক্তি আমদানি (Import technology)
বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য আধুনিক কারিগরি জ্ঞানের প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ৷ কিন্তু বাংলাদেশ কারিগরি ও প্রকৌশলগত জ্ঞানে উন্নত নয়৷ এমতাবস্থায় বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আমদানি করে শিল্পে উন্নতি লাভ করা যায়৷দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টি (Create international market of domestic goods)
আমাদের বেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টির ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব অত্যধিক৷ বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেই কেবল বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য সামগ্রীর বৈদেশিক বাজার প্রাপ্তি সম্ভব হয়৷বৈদেশিক মুদ্রার তহবিল সৃষ্টি (Create fund of foreign currency)
বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অত্যন্ত মূল্যবান সম্পদ৷ কারণ এদেশের বৈদেশিক মুদ্রার তহবিল খুবই কম৷ তাই রপ্তানির পরিমাণ বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি করা যায়৷জীবনযাত্রার মান উন্নয়ন (Development standard of living)
বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বৈদেশিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ বিদেশে পণ্যদ্রব্য রপ্তানির ফলে মানুষের আয় বৃদ্ধি করা এবং সে সাথে জীবনযাত্রার মান উন্নত হয়৷বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রস (Decrease dependadity of foreign aid)
বৈদেশিক সাহায্যে উপর নির্ভরশীলতা হ্রাসের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়৷ রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারলে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস পাবে৷সুতারাং দেখা যাচ্ছে যে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন একান্তভাবেই বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল৷