স্টেনসিল (Stencil) কি?
প্লাস্টিকের বা ইস্পাতের তৈরি টেমপ্লেট এ ব্যবহৃত ডিজাইনের আরো উন্নতি সাধনের জন্যে স্টেনসিল বহুকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে৷ স্টেনসিল পাতলা ইস্পাত যাতে ডিজাইনসমূহ খোদাই করা থাকে অনেকটা নিখুঁতভাবে৷স্টেনসিল |
এজন্য টেমপ্লেট এর ব্যবহার যেখানে অর্থবহুল সেখানে ডিজাইনকে আরো উন্নয়নের স্বার্থে স্টেনসিল সমন্বিত ডিজাইনটি ব্যবহার করা হয়৷ নানা ধরনের প্রতীক নিখুঁতভাবে দর্শকের সামনে উপস্থাপনের লক্ষ্যে স্টেনসিল ব্যবহার হয়৷ এ ছাড়াও নানা ধরনের ডিজাইন সমন্বিত স্টেনসিল বাজারে কিনতে পাওয়া যায়৷