পুনঃরপ্তানি ব্যবসায় কি?

পুনঃরপ্তানি ব্যবসায় (Re Export Trade) কি?

এক দেশ থেকে পণ্য আমদানি করে উক্ত আমদানিকৃত পণ্য পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বাণিজ্য বা ব্যবসায় বলে৷ সাধারণত এরূপ ব্যবসায়ে যারা নিয়োজিত তাদেরকে পুনঃরপ্তানিকারক বলে৷ এরা এক দেশ থেকে কম মূল্য পণ্য আমদানি করে তা পুনরায় তৃতীয় কোন দেশে অধিক মূল্যে রপ্তানি করে৷ অর্থাৎ এরূপ ব্যবসায়ে আমদানিকারক পুনরায় রপ্তানিকরকে পরিণত হয়৷ 
পুনঃরপ্তানি ব্যবসায়
পুনঃরপ্তানি ব্যবসায়

সুতরাং দেখা যায় কোন দেশ যখন রপ্তানির উদ্দেশ্যে এক দেশ থেকে পণ্য আমদানি করে উক্ত আমদানিকৃত পণ্য পুনরায় অন্য আরেকটি দেশে রপ্তানি করে তখন তাকে পুনঃরপ্তানি ব্যবসায় বলে অভিহিত করা হয়৷ যেমন বাংলাদেশ জাপান থেকে ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করে তাতে নিজ দেশের সীল ও মোড়ক লাগিয়ে পুনরায় নেপালে রপ্তানি করলে তা পুনঃরপ্তানি বাণিজ্য হিসেবে গণ্য হবে৷ 

সাধারণত উৎপাদনকারী দেশের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক না থাকলে সংশ্লিষ্ট দেশ দুটোর মধ্যে রাজনৈতিক কারণে বাণিজ্যিক নিষেধাজ্ঞা থাকলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলে বা অধিক লাভজনক হলে এরূপ ব্যবসায় সংঘটিত হয়৷
Next Post Previous Post