বান্ডেলিং ও বেইলিং এর ক্রটি ও প্রতিকার (Mention the faults of bundling & baling With their causes and remedies) লেখ?
বান্ডলিং এবং বেইলিং এ সাধারণত
নিম্নলিখিত ক্রটি পাওয়া যায়ঃ- বান্ডেল বা বেইলের আকার সঠিক না হওয়া
- বান্ডেল বা বেইলের ওজন সঠিক না হওয়া
- বান্ডেল বা বেইল কেটে যাওয়া
- বান্ডেল বা বেইলের বাঁধন খুলে যাওয়া
- অন্তঃবিনষ্ট বান্ডেল বা বেইল
- বহিঃবিনষ্ট বান্ডেল বা বেইল
- দ্রব্যাদিতে মরিচা ধরে যাওয়া
বান্ডেল বা বেইলের আকার সঠিক না হওয়া
বেইল বা বান্ডেল করার সময় কোন কারণে আদর্শ আকারের চেয়ে বড় বা ছোট হওয়া বড় বেইল বা বান্ডেল রপ্তানীর সময় পরিবহনের খরচ বেড়ে যায়৷
কারণঃ
- প্রেসিং এর সময় মাপ সঠিক না হলে
- প্রেসিং এ যান্ত্রিক ক্রটি দেখা গেলে
- শ্রমিকের অবহেলার কারণে৷
প্রতিকারঃ
- বেইলিং করার সময় মাপ নিখুঁত হতে হবে৷
- প্রেস এ যান্ত্রিক ক্রটি দেখা গেলে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে৷
- সুপারভিশন জোরদার করতে হবে৷
বান্ডেল বা বেইলের ওজন সঠিক না হওয়া
ওজন সঠিক না হলে বেইলের আকার যেমন ঠিক হয় না তেমনি রপ্তানী কমবেশি হয় এবং পরিবহন খরচও বৃদ্ধি পায়৷
কারণঃ
- দ্রব্যাদির ওজন সঠিকভাবে না নিলে
- ব্যালেন্স এ যান্ত্রিক ক্রটি থাকলে
- শ্রমিকের অবহেলার কারণে৷
প্রতিকারঃ
- সঠিকভাবে ওজন নেয়া নির্দিষ্ট করতে হবে৷
- যান্ত্রিক ক্রটি থাকলে তা মেরামত করতে হবে৷
- সুপারভিশন জোরদার করতে হবে৷
|
বান্ডেলিং ও বেইলিং |
বান্ডেল বা বেইল কেঁটে যাওয়া
অতিরিক্ত চাপে ও লোহার বেড় ব্যবহার করার ফলে কখনও কখনও বেড় দ্বারা বেইল কেটে বেইলের অভ্যন্তরের দ্রব্যাদি কেটে যায়৷
কারণঃ
- প্রয়োজনের তুলনায় চাপ অধিক হলে
- লোহার তৈরি বেড় ধারালো হল
- বেইলের আকারের মাপ সঠিক না হলে৷
প্রতিকারঃ
- বেইল তৈরিতে চাপ প্রয়োজনমত হতে হবে৷
- বেড় যাতে ধারালো না হয় তার প্রতি লক্ষ রাখতে হবে৷
- বেইলের মাপ সঠিক হতে হবে৷
বান্ডেল বা বেইলের বাঁধন খুলে যাওয়া
বেইল বা বান্ডেল তৈরি হওয়ার পর বাঁধন খুলে দ্রব্যাদি বের হয়ে গেলে মূল্যবান দ্রব্যাদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷কারণঃ
- কোন কারণে বাঁধন সঠিক না হলে
- বেড় বা দড়ি মজবুত না হলে
- বেইল তৈরির সময় বাঁধন দেয়া না হলে৷
প্রকিকারঃ
- বেইল তৈরির সময় বাঁধন সঠিক করতে হবে৷
- বেড় বা দড়ি বাঁধনের পূর্বে পরীক্ষা করে নিতে হবে৷
অন্তঃ বিনষ্ট বান্ডেল বা বেইল
- বান্ডেল বা বেইল বাঁধার সময় অতিরিক্ত জলীয়বাষ্প থাকলে কিছুদিনের মধ্যেই ভিতরের কিছু অংশ নরম হয়ে পড়ে যার ফলে দ্রব্যাদি ড্যামেজড হয়৷
কারণঃ
- দ্রব্যাদির মধ্যে জলীয়বাষ্প বা পানি থেকে গেলে
- কাঁচামাল বেইলিং করার পূর্বে শুকিয়ে না নিলে৷
প্রতিকারঃ
- বেইল কারার পূর্বে পরীক্ষা করে নিতে হবে যাতে দ্রব্যাদি ভিজা না থাকে৷
- কাঁচামাল বেইলিং করার পূর্বে শুকিয়ে নিতে হবে৷
বহিঃবিনষ্ট বান্ডেল বা বেইল
- স্থানান্তরিত করার সময় বেইলগুলি জাহাজের পার্শ্বের দিকে রাখলে অতিরিক্ত জলীয়বাষ্প ও উত্তাপের প্রভাবে বাইরের দিকের দ্রব্যাদি বিনষ্ট হতে পারে৷
কারণঃ
- পরিবহনের সময় অসাবধান হলে
- কোন কারণে বেইলের বাইরের অংশে জলীয়বাষ্পের সংস্পর্শ হলে৷
প্রতিকারঃ
- পরিবহনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে৷
- বেইল বা বান্ডেল জলীয়বাষ্প বা ভিজা সেঁতসেঁতে অবস্থায় থেকে দূরে রাখতে হবে৷
দ্রব্যাদিতে মরিচা ধরে যাওয়া
- পরিবহনের সময় গোডাউনে রেখে দিলে পার্শ্বের লোহার পাত অ্যাঙ্গেল বোল্ট ইত্যাদির সঙ্গে বেইলের স্পর্শ্বে মরিচা ধরে যেতে পারে৷
কারণঃ
- বহুদিন যাবৎ গোডাউনজাত করে রাখলে
- গোডাউনের পার্শ্বের বেইলসমূহ হতে বোল্ট ইত্যাদির খোঁচা লাগলে৷
প্রতিকারঃ
- পরিবহন বা গোডাউনে রাখার সময় সাবধানতা অবলম্বন করতে হবে৷
- গোডাউনে রাখার সময় যাতে গোডাউনের পার্শ্বে রাখা না হয়ে৷