সাধারণত RMG সেক্টরে আমরা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করে থাকি। তারা সচারাচর লাক্স (Lux) শব্দটির সাথে বেশ পরিচিত কিন্তু লাক্স জিনিসটা আসলরই কি সে বিষয়ে আমরা হয়ত অনেকেই জানি না। চলুন এক নজরে জেনে নেই লাক্স (Lux) জিনিসটা কি?
লাক্স কি?
লাক্স হল আলো এর একক। এক কথায় যদি বলি লাক্স (Lux) হল এনার্জি বা শক্তি পরিমাপের একক। আর সংজ্ঞায় বলতে গেলে লাক্স (Lux) হচ্ছে আলোকসজ্জার একক। যা একটি সারফেসের সরাসরি আলোকসজ্জার সমান যেটি একটি মোমবাতির অলোর প্রবাহের তীব্রতার অভিন্ন বিন্দু উৎস থেকে এক মিটার কিংবা প্রতি বর্গ মিটারে একটি লুমেনের সমান হয়। অপরদিকে ফটোমেট্রিতে, লাক্সকে আলোর তীব্রতার পরিমাপ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।লাক্স |
যেটি মানুষের চোখ দ্বারা অনুভূত হয় ও মানুষের চাক্ষুষ উজ্জ্বলতা উপলব্ধির একটি স্ট্যান্ডার্ড মডেল হিসেবে বিবেচ্য হয়। সুতরাং Lux হল ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস (SI) এ ইলুমিনেশান কিংবা আলোকসজ্জার একক (অলোর প্রবাহের পরিমাণ কিবা তীব্রতা বুঝতে) হিসাবে বিবেচিত কিংবা প্রতি ইউনিট এরিয়াতে আলোর প্রবাহের তীব্রতাকে বুঝায়।
তাছাড়া ইলুমিনেন্স কিংবা আলোকসজ্জা হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়া বা অঞ্চলে কতটা আলোর প্রবাহ ছড়িয়ে রয়েছে তার পরিমাপ। ওয়ান লাক্স (Latin for “light”) হচ্ছে এক বর্গ মিটার এলাকা জুড়ে যখন একটি লুমেন সমানভাবে বিকিরণ হয় তখন তার প্রদত্ত আলোকসজ্জার পরিমাণ। ওয়ান লাক্স প্রতি বর্গ মিটারে এক লুমেনের সমান কিংবা একটি লাক্স প্রতি 10.8 বর্গফুটে একটি লুমেনের সমান।
1 lux সমান 1 Lumen/m2, অন্যভাবে বলা হয় একটি নির্দিষ্ট এরিয়ায় আলোর তীব্রতা। আবার ওয়ান লাক্স সমান 0.0929 ফুট-ক্যান্ডেল (মোমবাতি)। ওয়ান ফুট-ক্যান্ডেল (কখনও কখনও ফুট-ক্যান্ডেলকে; সংক্ষেপে fc, lm/ft2, বা কখনও কখনও ft-c বলে) হচ্ছে আলোক বা আলোর তীব্রতার একটি নন-SI ইউনিট। ফুট-ক্যান্ডেলে প্রতি বর্গ ফুট এক লুমেন হিসাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে।
ওয়ান ফুট-ক্যান্ডেল প্রায় 10.76 লাক্সের সমান হয়। Foot-candle ইউনিট টি সাধারণত বিশ্বের এমন কিছু অংশে আলোক বিন্যাসের কাজে ব্যবহার করা হয়। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথাগত ইউনিট ব্যবহার করা হয় কিংবা চালু আছে এটি সাধারণত US কান্ট্রিতে বেশী ব্যবহার করা হয়ে থাকে।