ওয়ার্ক এইড বা সাহায্যকারী যন্ত্রাংশের প্রয়োজনীয়তা (Importance of work aids) কি কি?
একটি সেলাই মেশিনের অনেক সাহায্যকারী যন্ত্রাংশ রয়েছে৷ এদের একেকটির কাজ একেক রকমের৷ সাহায্যকারী যন্ত্রাংশের মধ্যে কোন একটি অকেজো (idle) হয়ে গেলে ভাল সেলাই আশা করা যায় না৷সেলাই মেশিনের ওয়ার্ক এইড |
অতএব মানসম্পন্ন সেলাই পেতে হলে সেলাই মেশিনের যন্ত্রাংশের সমন্বিত কাজ অপরিহার্য। যেমন-
- সোজা সেলাই এবং বক্র সেলাই এর জন্য গাইড (Guide) প্রয়োজন৷
- কাপড়ের প্রান্ত হতে খুবই সামান্য দূরত্বে অর্থাৎ ১ মিমি বা ২ মিমি দূরত্বে সেলাই করার জন্য এটি অত্যন্ত সহায়ক৷
- পোশাকের মধ্যে পাইপ আকৃতির কোন কিছু যেমন ব্রেড বা ইলাস্টিক ইত্যাদি লাগানোর জন্য বা চেইন লাগানোর জন্য বিশেষ প্রেসার ফুট ব্যবহার করা হয়৷
- পোশাকের ছোট ছোট অংশকে সেলাই করার জন্য স্টিচিং জিগ (Stitching) ব্যবহার করা হয়৷
- পোশাকের মধ্যে লেস ব্রেড ইলাস্টিক অথবা অতি অল্প চওড়াবিশিষ্ট ও লম্বা ফিতার ন্যায় কোনকিছু সেলাই করে জোড়া লাগানোর সুবিধার্থে র্যাক গাইড ব্যবহার করা হয়৷
- কাপড়ের প্রান্ত ভাগ ভাঁজ করে সেলাই করার ক্ষেত্রে ফোল্ডার ব্যবহার করা হয়৷ উপরোক্ত যন্ত্রাংশের দক্ষতার উপরই সেলাই এর মান নির্ভর করে৷