আমদানি ব্যবসায় (Import Trade) কি?
বিদেশ হতে পণ্য ক্রয় করে তা স্বদেশে আনয়ন করার কার্য প্রক্রিয়াকে আমদানি ব্যবসায় বা বাণিজ্য বলে৷ আমদানি ব্যবসায়ের মাধ্যমে বিদেশ হতে পণ্যদ্রব্য ক্রয় করা হয়৷ তাই বলা চলে যখন কোন দেশ অন্য কোন দেশ থেকে তার প্রয়োজনীয় পণ্যদ্রব্য নিজ দেশের জন্য ক্রয় করে থাকে তখন তাকে আমদানি ব্যবসায় বলে৷ পৃথিবীর কোন দেশই সকল প্রকার দ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়৷আমদানি ব্যবসায় |
তাই প্রত্যেক দেশই কোন না কোন পণ্য বিদেশ হতে আমদানি করে৷ আমদানি আন্তর্জাতিক বাণিজ্যের একটি অন্যতম প্রধান দিক যখন কোন দেশ তার প্রয়োজনীয় পণ্যদ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে না পারে বা ঐ পণ্য উৎপাদনে অন্য দেশের চেয়ে বেশি খরচ পড়ে তখন সে দেশ বিদেশ থেকে ঐ পণ্য আমদানি করে৷
যেমন, বাংলাদেশ বিদেশ হতে যন্ত্রপাতি আমদানি করে৷ এক্ষেত্রে বাংলাদেশ যন্ত্রপাতির আমদানি বাণিজ্যে লিপ্ত রয়েছে৷ কোন দেশ নিজে যা উৎপাদন করতে পারে না আমদানির মাধ্যমে তা ভোগ করতে পারে৷