হস্তচালিত কাঁচি কি?
হস্তচালিত কাঁচি (Hand operated scissors) কি?
ইহা সর্বপ্রথম ও সবচেয়ে প্রাচীনতম কাপড় কাটার পদ্ধতি৷ কাঁচি এক বা দুই প্লাইস পর্যন্ত কাপড় কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ চর্চার দ্বারা সঠিক ও সূক্ষ্মভাবে কাপড় কাটা যায়৷ বাম হতে অথবা ডান হতে কাঁচি লাগানোর জন্য পৃথক পৃথক কাঁচি আছে৷ প্রায় সব ধরনের কাপড়ই কাঁচির সাহায্যে কাটা সম্ভব৷হস্তচালিত কাঁচি |
কাঁচি দ্বারা কাপড় কাটতে সময় বেশি লাগে এবং পোশাক প্রতি কাপড় কাটার খরচ বেশি পড়ে৷ এজন্য কাঁচির ব্যবহার পোশাকশিল্পে খুবই সীমিত তবে দর্জির দোকানে ও বাসাবাড়িতে কাপড় কাটার জন্য একমাত্র কাঁচিই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়৷