টেমপ্লেট এবং স্টেনসিল দ্বারা ডিজাইন তৈরিকরণ?

স্টেনসিল
স্টেনসিল

টেমপ্লেট এবং স্টেনসিল দ্বারা ডিজাইন তৈরিকরণ?

  • সবার প্রথমে প্রতিটি শিক্ষার্থীকে একটি সাদা কাগজে ডিজাইন উন্নয়ন এর পরিকল্পনা করতে হবে৷ এরপর ডিজাইন চিত্রটি মুক্ত স্টাইল হিসেবে আঁকতে হবে৷
  • প্রথমে সাদা কাগজে মুক্তহস্তে একটি পুরুষের দেহের ছবি উল্লম্বভাবে (Vertically) আঁকা হয়৷ পরে এর উপর একটি টেমপ্লেট রেখে এর আনুপাতিক হার নির্ণয় করা হয়৷ পরে এটির উপর ট্রেসিং পেপার (Tracing paper) রেখে আনুপাতিক ঠিক রেখে ছবিটির উন্নয়ন সাধন করা হয়৷
  • মানুষের দেহের ভঙ্গি প্রথমে ছবি থেকে ডেভেলপ করা হয় এবং পরে তা একটি টেমপ্লেটের উপর আঁকতে হয়৷
  • ফ্রি স্টাইল ড্রাইং এর মাধ্যমে টেমপ্লেট এর উপর ডিজাইনের ছবি তৈরি করা হয়৷
  • পরে উপস্থাপনের জন্য ড্রইংটি নরম রঙিন পেন্সিল দ্বারা আঁকতে হয়৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন