টেমপ্লেট ও স্টেনসিল ডিজাইনে কতটুকু ভূমিকা?

স্টেনসিল
স্টেনসিল

টেমপ্লেট ও স্টেনসিল ডিজাইনে কতটুকু ভূমিকা?

টেমপ্লেট ও স্টেনসিল ডিজাইনে যেভাবে ভূমিকা রাখেঃ
  • টেমপ্লেট ব্যবহার করার কারণে মুক্ত হাতে ডিজাইন তৈরি করা যায়৷
  • চিত্রের অনুপাত ঠিক রেখে চিত্রের উন্নয়ন করা যায়৷
  • সুন্দর ও স্বচ্ছ ছবি তৈরি করা যায় টেমপ্লেট ব্যবহার করার কারণে৷
  • চিত্র সুন্দর ও নিখুঁত হয়৷
  • লে আউট পেপার লাগে না৷
  • সরাসরি চিত্র আঁকা সম্ভব৷
  • যে কোন স্থানে চিত্র অলংকৃত করা যায়৷
  • পছন্দমতো সংযোজন বিয়োজন করা সম্ভব৷
  • পছন্দের অগ্রাধিকার থাকে৷
  • স্টেনসিল ও টেমপ্লেট সমন্বিত ডিজাইনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন