রঙের স্থায়িত্ব কি?

রঙের স্থায়িত্ব (Color fastness) কি?

সেলাই সুতার যে রঙের ও যে শেডের নির্বাচন করা হয় তা পোশাকের স্বাভাবিক ব্যবহার কাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে আশা করা হয়। 

রঙের স্থায়িত্ব
রঙের স্থায়িত্ব

তবে পাকা রং বা Fast color বলতে বুঝায় এটি ধুলে কিংবা রৌদ্রের তাপে রং উঠে যাবে না বা জ্বলে যাবে না কিংবা সেলাই রেখা বরাবর সুতা হতে কাপড়ে রং লাগবে না৷
Next Post Previous Post