কাডিং (Carding) কি?
কাছাকাছি অবস্থািত দুটি বিপরীতমুখী ওয়্যার দ্বারা আবৃত চলমান পৃষ্ঠের আঁচড়ানোর ফলে আঁশসমূহ সমান্তরাল ও একত আঁশের পর্যায়ে চলে আসে এবং কটন আঁশের মধ্যে অবস্থিত অপদ্রব্যসমূহ দূর করতে সাহায্যে করেও পরিস্কার রিবন অথবা দড়ির আকৃতির স্লাইভার তৈরি করে একে কাডিং বলে৷ |
কাডিং ও স্ট্রিপিং
|
স্ট্রিপিং (Stripping) কি?
কাছাকাছি অবস্থিত দুটি একমুখী ওয়্যার দ্বারা আবৃত চলমান পৃষ্ঠের আঁচড়ানোর ফলে আঁশসমূহ সমান্তরাল ও একক আঁশের পর্যায়ে নিয়ে আসে ও অপদ্রব্য দূর করতে সাহায্যে করে এবং বেশি পৃষ্ঠে গতিপ্রাপ্ত রোলারের পৃষ্ঠে আঁশসমূহ স্থানান্তরিত হয় একে স্ট্রিপিং বলে৷