ড্রাফট কি?
ড্রাফট বিভিন্নভাবে প্রকাশ করা হয়। তবে প্রচলিত সংজ্ঞা বুঝতে ডেলিভারি রোলারের পৃষ্ঠগতির সাথে ফিড রোলারের পৃষ্ঠগতির অনুপাতই ড্রাফট বলে। তুলনামূলকভাবে গতির বিচারে ডেলিভারি রোলারের পৃষ্ঠাগতি সবসময়ই ফিড রোলারের পৃষ্ঠাগতির চেয়ে বেশি থাকে৷ড্রাফট |
ড্রাফট এর সুত্র?
ড্রাফট= ডেলিভারি রোলারের পৃষ্ঠগতি / ফিড রোলারের পৃষ্ঠাগতিতবে ড্রইং ফ্রেমের ড্রাফট বলতে ড্রাফটিং জোনের ডেলিভারি এবং ফিড রোলারের গতির পার্থক্যকে বুঝায়৷ অর্থাৎ ফিড স্লাইভারসমূহকে নিয়মিত এবং সুসামঞ্জস্যভাবে টেনে লম্বা ও পাতলা করে উৎপাদিত স্লাইভারের একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে হালকা ও লম্বা করাকে ড্রাফট বলে৷
Very nice
উত্তরমুছুন