প্রধান লেবেলর প্রয়োজনীয়তা?

প্রধান লেবেলর প্রয়োজনীয়তা?

রপ্তানিযোগ্য পোশাকে লেবেলের গুরুত্ব অপরিসীম৷ লেবেল ছাড়া পোশাকের কোন মূল্য নেই বললেই চলে৷ একেক রকমের লেবেলের গুরুত্ব একেক রকমের৷ তন্মধ্যে প্রধান লেবেলের গুরুত্বই সবচেয়ে বেশি৷ প্রধান লেবেল বলতে কোম্পানি ও দেশের নামকে বুঝানো হয়ে থাকে৷ 
লেবেল
লেবেল

প্রত্যেক ক্রেতাই চায় ভাল মানের পোশাক ক্রয় করত৷ আর সেজন্য জানার প্রয়োজন হয়৷ পোশাকটি কোন দেশের তৈরি এবং কোন কোম্পানির তৈরি৷ একটি ভাল কোম্পানি সব সময়ই ভাল মানের পোশাক তৈরি করে থাকে৷ সেজন্য পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রধান লেবেলের গুরুত্ব অপরিসীম৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন