প্লিট কি?
কাপড়ে লম্বালম্বি বা আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে যে ডিজাইন তৈরি করা হয় তাকে প্লিট বলে৷ প্লিট মূলত বাচ্চাদের পোশাকে বেশি পরিলক্ষিত হয়৷ এ ছাড়াও ছেলেদের ধুতি পাজামা মেয়েদের কামিজের ঘটি হাতা কুঁড়িযুক্ত জামা পাজামা ইত্যাদিতে প্লিট ব্যবহার হয়৷ |
প্লিট |
যে কাপড়ের পোশাক তৈরি করা হবে সেই কাপড়ে ডিজাইন অনুযায়ী কী ধরনের প্লিট দেওয়া হবে তা নির্ধারণপূর্বক কাপড়ে ভাঁজ সৃষ্টি করা হয় এবং সেই অনুপাতে কাপড় সেলাই করে উপযুক্ত পোশাক তৈরি করা হয়। প্লিট ব্যবহার করা হয় কাপড়কে মোটা আকৃতি দেওয়ার জন্য৷ নিম্নে বিভিন্ন ধরনের প্লিটের চিত্র তুলে ধরা হলঃ
|
প্লিট |
|
প্লিট
|