স্পানডেক্স ফাইবারের রাসায়নিক গুণাবলি?
স্পানডেক্স ফাইবারের রাসায়নিক গুণাবলি?
- ব্লিচ এ ক্রিয়া
- অ্যাসিড এ ক্রটি
- অ্যালকালিতে ক্রিয়া
- জৈবিক দ্রাবক
- সূর্যের আলো ও তাপ
- দাগ প্রতিরোধ ক্ষমতা
- পোকামাকড় বা কীটপতঙ্গের প্রতিরোধ ক্ষমতা
- দাহ্য আচরণ
- তাড়িৎ ও তাপীয় আচরণ
- রং করার ক্ষমতা
- মিলডিউ বা ছাত্রাকে প্রতিরোধ ক্ষমতা
ব্লিচ এ ক্রিয়া
১৫০° সে. এর নিচে ব্লিচ এর প্রতি প্রতিরোধ ক্ষমতা ভালো৷ কিছু কিছু উৎপাদনকারী পারবোরেট ব্লিচ বিশেষ উপযোগী বলে উল্লেখ করা থাকে৷অ্যাসিড এ ক্রটি
প্রায় সব অস্যাডের প্রতি প্রতিরোধ ক্ষমতা আছে তবে কিছুটা বিবর্ণ হতে পারে৷অ্যালকালিতে ক্রিয়া
ঠান্ডা অ্যালকালি ক্ষতি করে না৷ কিন্তু গরম অ্যালকালি ফাইবারকে ক্ষতি করে৷জৈবিক দ্রাবক
সব ধরনের ড্রাই ক্লিনিং দ্রাবকের প্রতি প্রতিরোধ ক্ষমতা আছে৷সূর্যের আলো ও তাপ
আলোর প্রতি প্রতিরোধ ক্ষমতা আছে৷ উচ্চ তাপমাত্রায় স্থিতিস্থাপকতা গুণাগুণকে কমিয়ে দেয়৷স্পানডেক্স ফাইবার |
দাগ প্রতিরোধ ক্ষমতা
তৈল ও পানিবাহিত দাগের প্রতি ভালো প্রতিরোধ ক্ষমতা আছে৷পোকামাকড় বা কীটপতঙ্গের প্রতিরোধ ক্ষমতা
কোন ক্ষতি করে না অর্থাৎ পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় না৷দাহ্য আচরণ
আস্তে আস্তে পোড়ে৷ আঠালো অবশিষ্ট উৎপন্ন করে৷তড়িৎ ও তাপীয় আচরণ
তাড়িৎ পরিবাহিতা কম৷ বেশ ভালো তাপ পরিবাহক নয়৷রং করার ক্ষমতা
অ্যাসিড ডিসপার্স ও ক্রোম রং ব্যবহার করা হয়৷ ধোয়ার ক্ষেত্রে ও আলোতে রং মোটামুটি পাকা৷মিলডিউ বা ছাত্রাকে প্রতিরোধ ক্ষমতা
প্রতিরোধ ক্ষমতা ভালো৷ কোন ক্রিয়া করে না৷