কারখানা গৃহের ছাদ করাতের মতো রাখার যৌক্তিকতা?
সাধারণ একতলাবিশিষ্ট কারখানা গৃহের ছাদ করাতের মতো করা হয়ে থাকে৷ যে স্থানের ভূমিকা মূল্য কম কিংবা ভারী ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হবে এমনতর কারখানা গৃহ একতলা হয়ে থাকে৷ সমস্ত শ্রমিক কর্মীদের স্বাস্থ্য মনোবল ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়৷কারখানা গৃহের ছাদ করাতের মতো |
করাতের মতো ছাদ বৃষ্টিবহুল দেশে পানি নিষ্কাশনের বিশেষ সহায়ক৷ করাতের ছাদ কাচের ঘূর্ণায়মান ভেন্টিলেটর থাকে যার ভিতর দিয়ে প্রচুর আলো বাতাস প্রবেশ করতে পারে৷ করাতের ছাদ খরচ কম কারণ ছাদ হালকা হয় ফলে কারখানা গৃহের ভিত্তি তেমন গভীর করার প্রয়োজন হয় না বস্ত্রমিল পাটকল সুতার কারখানা ইত্যাদি গৃহের জন্য করাতের মতো ছাদ বিশেষ উপযোগী৷
এতে প্রচুর আলো বাতাস সঞ্চালন হয়৷ ফলে কারখানার অভ্যন্তরে পাটকণা তুলার কণা বা ডাস্ট তাড়াতাড়ি সরে গিয়ে সুস্থ পরিবেশ সৃষ্টি করে৷ এতে শ্রমিকরা সহজে কাজ করতে পারে৷