লিনেন ফাইবারের ইতিহাস?
লিনেন ফাইবারের ইতিহাস?
লিনেন আঁশ প্রাকৃতিক, সেলুলোজিক বাস্ট মাল্টিসেলুলার ফাইবার৷ ভেজিটেবল ফাইবারের মধ্যে ফ্লাক্সই সর্বপ্রথম ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়ে আসছে৷ লিনেন আঁশ যে উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয় তার নাম ফ্লাক্স উদ্ভিদ৷ তিসি তৈল এ উদ্ভিদের অন্যতম ফসল৷ সেজন্য একে লিনসিড প্লান্টও বলা হয়৷টেক্সটাইল ফাইবার হিসেবে ফ্লাক্স ফাইবারের ব্যবহার প্রথম বলে ঐতিহাসিকগণ ধারণা করেন৷ খৃষ্টপূর্ব ৬০০০ বছর পূর্বে মধ্যপ্রাচ্যে ও মিশরে এ ফাইবার টেক্সটাইল ফাইবার হিসেব ব্যবহার হতো বলে প্রমাণ পাওয়া যায়৷
প্রস্তর যুগ মাছ ধরার জাল তৈরিতেও ফ্লাক্স এর ব্যবহার হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন৷ নীলনদের অববাহিকায় ফায়ুম নামক স্থানে খৃষ্ট জন্মের ৪১০০ বছরের পুরানো ফ্লাক্স ফাইবারের তৈরি কাপড় পাওয়া গেছে৷ মিশর দেশের পিরামিডে রক্ষিত মমী সমূহে রাজরাজড়াদের ব্যবহৃত বস্ত্রসমূহ ফ্লাক্স ফাইবারের তৈরি৷ এ থেকে বস্ত্র প্রযুক্তি বা বস্ত্র তৈরির কলাকৌশল ৬০০০ বছর আগেই উদ্ভাবিত হয়েছে তারও প্রমাণ মেলে৷
লিনেন ফাইবার |
লিনেন বস্ত্র আভিজাত্য ও সম্ভ্রান্তের প্রতীক হিসেবে আদিকাল হতে ঐতিহ্যগতভাবে ব্যবহার হয়ে আসছে৷ রাজাবাদশারা তাই এ ফাইবার দ্বারা তৈরি পোশাক বেশি ব্যবহার করতো৷ লিনেন সবসময়ই চকচকে পরিস্কার ও অনুভবে শীতল বলে৷ পরিধানকারী যেমন আরাম অনুভব করেন তেমন তাকে অন্যদের থেকে আলাদা ও রুচিশীল বলে প্রতীয়মান হয়৷ এখানো উন্নতমানের লিনেন বস্ত্র ব্যয়বহুল ও আভিজাত্যের প্রতীক বলে চিহ্নিত৷
আর তাই এ বস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠান সবসময়ই বস্ত্র তৈরিতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে থাকে যাতে বস্ত্রের মান ও সৌন্দর্য বজায় রাখা যায়৷ ফ্লাক্স উদ্ভিদ পৃথিবীর বহু দেশে জন্মায়৷ তন্মধ্যে বাণিজ্যিকভাবে নিম্নলিখিত দেশসমূহে ফ্লাক্স উৎপাদিত হচ্ছে যেমন ফ্রান্স বেলজিয়াম আয়ারল্যান্ড হল্যান্ড রাশিয়া উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া চেকোশ্লোভাকিয়া জার্মান নিউজিল্যান্ড পোল্যান্ড স্কটল্যান্ড ইত্যাদি৷