পোশাক শিল্পে ফরমাল্ডিহাইডের ক্ষতিকর দিক?
ফরমালডিহাইড কাকে বলে?
ফরমালডিহাইড বা মিথান্যাল (H-CHO) এর ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। ইহা বর্ণহীন এবং দূর্গন্ধযুক্ত গ্যাস হিসেবে এর নিজস্ব বিশেষ পরিচিতি আছে। ইহা আগুনে জ্বলে ও এক ধরনের বিষাক্ত পদার্থবিশেষ।
ফরমালডিহাইড এর সংকেত?
ফরমালডিহাইড এর রাসায়নিক সংকেত হচ্ছে CH2O।
পোশাক শিল্পে ফরমাল্ডিহাইডের ক্ষতিকর দিক?
টেক্সটাইল কিংবা পোশাক শিল্পে ফরমাল্ডিহাইড বা ফরমালিন যৌগটি ইউরিয়া ফরমাল্ডিহাইড রেসিন যৌগ হিসেবে ওয়েট প্রসেসিং এ বিপুল পরিমাণে ব্যবহার করা হয়। বিশেষ করে সুতি কাপড়, পলিস্টার সুতি কাপড়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য এই রেসিন ব্যবহার করা হয়। ফরমাল্ডিহাইড রেসিন যৌগটি ব্যবহার করার কারণে ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে ব্যবহৃত ঐ কাপড়ে স্থায়ী কোন ভাঁজের সৃষ্টি হয় না।কিন্তু এখানে একটি কথা আছে যে পোশাক থেকে নি:সৃত ফর্মাল্ডিহাইড কিংবা ফরমালিন ত্বকের মাধ্যমে শোষিত হয়ে মানবদেহে প্রবেশ করতে পারে। যা ক্যান্সারের সূচনা করার জন্য যথেষ্ট হতে পারে। আর তাই ফিনিশ প্রোডাক্টের ব্যাপারে ফরমাল্ডিহাইড কতটুকু মাত্রায় থাকতে পারবে সে ব্যাপারে বায়ারদের সুনির্দিষ্ট কিছু প্যারামিটার রয়েছে।
ফরমালডিহাইড |
পোশাক তৈরির প্রক্রিয়ায় প্রয়োজনীয় যে ফরমাল্ডিহাইড রেসিন ব্যবহার করা হয় তা ফিনিশ প্রোডাক্টের গ্রহণযোগ্য মাত্রায় থাকতে পারবে। যেমনঃ কোন ফেব্রিকে ১০০ppm এর বেশি ফরমাল্ডিহাইড থাকা যাবে না। H&M ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে এই মাত্রা হবে (৭৫ppm)।
আবার ফিনিশ প্রোডাক্টের যে ফেব্রিক সরাসরি স্কিন কন্টাক্ট নয় তা 300ppm পর্যন্ত গ্রহণযোগ্য হয়। সেজন্য দেখবেন H&M নিয়ে কাজ করার সময় অভ্যন্তরীণ পকেটিং ফেব্রিকের টেস্ট বাধ্যতামূলকভাবে করতে হয় ও তার সীমা 75ppm এর নিচে থাকতে হয়। এর কারণ হল এটি স্কিনের সঙ্গে লেগে থাকে।
তাছাড়া পোশাকের বাইরের দিকে কোন ফেব্রিকের স্টিকার থাকলে কিংবা নন স্কিন কন্টাক্ট ফেব্রিকের ডিজাইন থাকলে আপনাকে এত চিন্তিত হতে হবে না কারণ সেক্ষেত্রে সীমা হবে (300ppm)। ফরমাল্ডিহাইড টেস্ট করার জন্য ফ্যাক্টরী থেকে থার্ড পার্টি ল্যাবগুলোতে যে স্যাম্পল বা নমুনা দেওয়া হয়। সেখানে ডিটেকশন দেখানো হয় যে (16ppm)।
আর এর মানে হচ্ছে 16ppm এর নিচে যা নট ডিটেক্টেড, 16ppm থেকে <75ppm পর্যন্ত 'ডিটেকটেড' ও 75ppm কিংবা এর উপরে গেলে ফেইল রিপোর্ট দেয়া হয় (বড়দের পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য)। রপ্তানির জন্য বিভিন্ন টেস্টের সার্টিফিকেশন নেওয়ার জন্য থার্ড পার্টি ল্যাবগুলোতে বার বার স্যাম্পল বা নমুনা পাঠানো অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
আর এই হিসেবে আপনি চাইলে আপনার ফ্যাক্টরিতে ইন-হাউস একটি ল্যাব করতে পারেন। এতে করে কিন্তু লাভ আছে। যেমনঃ ধরেন আপনি ইন হাউজ ল্যাবে টেস্ট করে দেখলেন ফিনিশ প্রোডাক্টে/ফেব্রিকে ফরমাল্ডিহাইড টেস্ট ফেইল করেছে। আর এই অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে পিএইচ ও APEO টেস্ট দুটিও ফেইল করার জোর সম্ভাবনা থাকে।
কারণ হল ফরমাল্ডিহাইড রিপোর্ট ফেইল করা মানে ওয়াশিং তেমন একটা ভাল হয় নি। তাছাড়া APEO টেস্টটি এক্সপেন্সিভ, সোফিস্টিকেটেড পদ্ধতিতে করতে হয়। যা (LCMS/MS) কাজেই ফ্যাক্টরীতে ফরমাল্ডিহাইড টেস্টের ব্যবস্থার মাধ্যমে আপনি কিন্তু একই সঙ্গে তিনটি টেস্টের ব্যাপারে আগাম ধারণা করে নিতে পারবেন। এতে উৎপাদন খরচও কমে আসবে।
একটি ইন-হাউস ল্যাবে ফরমাল্ডিহাইড টেস্ট করার জন্য আপনাকে কুঁড়ি থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত স্থায়ী বিনিয়োগ করতে হবে। প্রয়োজনীয় গ্লাসওয়ার, চার ডিজিট ব্যালেন্স ও একটি #UV_Spectrophotomer, Shaking machine ও water bath এবং প্রয়োজনীয় কেমিক্যাল সংগ্রহ করে আপনিও পোশাক কারখানায় স্থাপন করতে পারেন ফরমাল্ডিহাইড টেস্ট করার যাবতীয় সুবিধা কার্য।
একটি ইন-হাউস ল্যাবে ফরমাল্ডিহাইড টেস্ট করার জন্য আপনাকে কুঁড়ি থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত স্থায়ী বিনিয়োগ করতে হবে। প্রয়োজনীয় গ্লাসওয়ার, চার ডিজিট ব্যালেন্স ও একটি #UV_Spectrophotomer, Shaking machine ও water bath এবং প্রয়োজনীয় কেমিক্যাল সংগ্রহ করে আপনিও পোশাক কারখানায় স্থাপন করতে পারেন ফরমাল্ডিহাইড টেস্ট করার যাবতীয় সুবিধা কার্য।
আর এতে আপনার সময় এবং খরচ দুটোই বেঁচে যাবে।
সাধারণত ৩৭ থেকে ৫০% ফরমালডিহাইডের সাথে ১৫% মিথাইল অ্যালকোহল মিশালে ফরমালিন তৈরি হয়ে থাকে। আর এজন্যই ফরমালডিহাইডের উপস্থিতিই ফরমালিনের অস্তিত্ব প্রমাণ করে থাকে। ফরমালডিহাইডের পরীক্ষার জন্য কিছু জটিল কেমিক্যালের প্রয়োজন।
সাধারণত ৩৭ থেকে ৫০% ফরমালডিহাইডের সাথে ১৫% মিথাইল অ্যালকোহল মিশালে ফরমালিন তৈরি হয়ে থাকে। আর এজন্যই ফরমালডিহাইডের উপস্থিতিই ফরমালিনের অস্তিত্ব প্রমাণ করে থাকে। ফরমালডিহাইডের পরীক্ষার জন্য কিছু জটিল কেমিক্যালের প্রয়োজন।
এগুলো হলোঃ ফরমালডিহাইডের দ্রবণের সাথে ২ সিসি ফিনাইল হাইড্রোজাইন হাইড্রোকোরাইড (১%) ও ১ সিসি ৫% পটাসিয়াম ফেরিসায়ানাড দিয়ে এরপর ৫ সিসি ঘনীভূত হাইড্রোকোরিক অ্যাসিড মিশালে পুরো দ্রবণ গাঢ় গোলাপী রঙ হয়। একে সেরিভারস্ টেস্ট বলে।
ফরমালডিহাইডের হালকা দ্রবণ যেমনঃ মাছে ফরমালিন দেওয়া আছে তা ধুয়ে তার পানিতে ১ সিসি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড মিশালে গাঢ় সবুজ নীল রঙ ধারণ করে থাকে। এতে ফরমালডিহাইড তথা ফরমালিনের অস্তিত্ব প্রমাণ হয়। আর এ সকল কেমিক্যাল ও রিএজেন্ট পাওয়া খুব কঠিন ও দামও অনেক বেশী।