কারখানা গৃহ কি?
কারখানা গৃহ কারখানা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ কারখানার স্থান নির্বাচন করার পরেই কারখানা গৃহের প্রশ্নটি আসে৷ যদিও কারখানার অবস্থান নির্বাচন কারখানা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয় তথাপি কারখানার অবস্থানের উপর শুধুমাত্র কারখানা পরিকল্পনার সাফল্য সম্পূর্ণরীপে নির্ভর করে না বরং উত্তম স্থান নির্বাচনের সঙ্গে সঙ্গে কারখানা গৃহের উপরও এর সাফল্য অনেকাংশে নির্ভর করে৷কারখানা গৃহ নির্মাণের ব্যাপারটি কারখানা পরিকল্পনার দ্বিতীয় পদক্ষেপ এবং সর্বশেষ কার্যক্রম হল কারখানা ও যন্ত্রপাতি বিন্যাস৷ উৎপাদন ও উৎপাদিত দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে কারখানা গৃহ নির্মাণ করতে হয়৷ প্রকৃতপক্ষে কারখানা গৃহ কী ধরনের হবে তা অনেকাংশে নির্ভর করে কারখানায় কী ধরনের পণ্য উৎপাদন হবে তার উপর৷ উৎপাদিত দ্রব্যের প্রকৃতি মোতাবেক কারখানা গৃহে আলো বাতাস, উষ্ণতা, আর্দ্রতা, শব্দ, নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদির তারতম্যের প্রয়োজন হয়৷
আর এ সমস্ত উপকরণ কারখানায় কর্মরত শ্রমিক কর্মীদের স্বাস্থ্য মনোবল ও কর্মক্ষমতার উপর বিশেষ প্রভাব ফেলে থাকে এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানে কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে তার উপরও কারখানা গৃহের ধরন নির্ভর করে৷ ভারী যন্ত্রপাতির জন্য কারখানা গৃহ মজবুত করে নির্মাণ করতে হয় তেমনি হালকা ধরনের যন্ত্রপাতির ক্ষেত্রে তেমন মজবুতভাবে নির্মাণ করা না হলেও চলে৷
কারখানা গৃহ |
এ সমস্ত কারখানা গৃহ উৎপাদন ও উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে নির্মাণ করা আবশ্যক৷ পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ বিষয়টি বিবেচনার মধ্যে রেখে কারখানা গৃহ পরিকল্পনা ও নির্মাণ করা প্রয়োজন৷ এখানে ধর্তব্য বিষয় হল এই যে কোন কোন কারখানা হতে প্রচুর ধোঁয়া নির্গত হয় দুর্গন্ধযুক্ত নানাবিধ ময়লা ও আবর্জনা নিষ্কাশন হয়৷ সঠিকভাবে কারখানা গৃহ পরিকল্পনা ও নির্মাণ না করলে আশেপাশের উপর প্রতিকূল প্রভাববিস্তার করবে এবং বসবাস অযোগ্য পরিবেশ সৃষ্টি হবে৷
পক্ষান্তরে কারখানা গৃহের সুষ্ঠু পরিকল্পনা ও নির্মাণের উপর নির্ভর করে কারখানার ভিতর ও বাইরের সুন্দর ও সুস্থ পরিবেশ৷ আমাদের দেশে স্থানাভাব রয়েছে যার জন্য বহুতলা দালান নির্মাণ করা অত্যাবশ্যক৷ এ সমস্ত দালানের নিচের তলায় ভারী যন্ত্রপাতি দোতলায় যানবাহন ও উপরতলাগুলোতে হালকা যন্ত্রপাতি ও অফিসের স্থান সংকুলানা করা সম্ভব হয়৷
করখানা গৃহের বৈশিষ্ট্যসমূহ?
অনেকে মনে করে থাকে যে যেনতেন করে কারখানা গৃহ নির্মাণ করলেই চলবে৷ উৎপাদন ব্যবস্থাপক শিল্পকারখানা বিশেষজ্ঞ ও প্রকৌশলীবৃন্দের যৌথ পরিকল্পনায় কারখানা গৃহ নির্মাণ করা বাঞ্ছনীয়৷ এর কারখানা গৃহ নির্মাণের বিভিন্ন দিক বিবেচনা করে কারখানা গৃহ নির্মাণ পরিকল্পনা করেন যাতে উৎপাদন প্রক্রিয়ায় কোন প্রকার জটিলতার সৃষ্টি না হয়৷ উৎপাদন প্রক্রিয়াকে সহজতর এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য কারখানা গৃহটি কীরূপ হবে তা নির্ধারণ করার আবশ্যকতা দেখা দেয়৷কারখানা গৃহটি কাঁচা কিংবা পাকাও হতে পারে আবার একতলা কিংবা বহুতলাবিশিষ্ট হতে পারে৷ গৃহের আকৃতি ইংরেজি অক্ষরের ন্যায় যেমন I টাইপ U টাইপ L টাইপ H টাইপ E টাইপ কিংবা T টাইপ ইত্যাদি প্রকৃতির হতে পারে৷ উপযুক্ত কারখানা নির্মাণের জন্য নিম্নবর্ণিত বৈশিষ্ট্যগুলো বিবেচনার মধ্যে রাখতে হবেঃ
- উৎপাদন প্রক্রিয়া সহজতর হতে হবে।
- শ্রমিক কর্মী ও মালামাল চলাচল সহজ হতে হবে।
- নির্মাণ খরচ কম হতে হবে। উৎসাহিত সময় কম হতে হবে। শ্রমিক ও কার্য তদারকি সহজতর হতে হবে।
- কারখানা সম্প্রসারণের ব্যবস্থা থাকতে হবে।
- সকল ক্ষেত্রে নমনীয়তা যেন বজায় থাকে।
- কারখানা গৃহ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সহজতর হতে হবে।
- গৃহ যেন টেকসই হয়।
- শ্রমিক কর্মী যেন কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে৷
- এছাড়া কারখানা গৃহ হালকা কিংবা ভারী হতে পারে আবার একতলা কিংবা বহুতলাবিশিষ্ট দালানও হতে পারে৷