ক্লিনিং দক্ষতা কি?
ক্লিনিং দক্ষতা (Cleaning Efficiency) কি?
তুলা আঁশের ট্রাশের উপর নির্ভর করে ব্লোরুম ও কার্ডিং মেশিনে ওয়েস্ট অর্থাৎ অপদ্রব্য দূর করার হার নির্ভর করে৷ ব্লোরুমে যত বেশি ট্রাশসহ আঁশ ফিড করা হয় ক্লিনিং এর হারও তত বেশি হয়৷ মনে করা যাক ৫% ট্রাশ মিশ্রিত তুলা ব্লোরুমে ফিড করা হল৷ব্লোরুম মেশিন |
সাধারণত নিম্নলিখিত সুত্রের সাহায্যে ব্লোরুমের মোট ওয়েস্ট বের করা যায়ঃ
ওয়েস্ট % = (ট্রাশ % + ০.৫ হতে ১%)
কাজেই ওয়েস্ট % = (৫%+০.৫ হতে ১%)
= ৫.৫ হতে ৬%৷
কাজেই ওয়েস্ট % = (৫%+০.৫ হতে ১%)
= ৫.৫ হতে ৬%৷
এখানে ট্রাশের সাথে কিছু ছোট আঁশ ও ভালো আঁশ মিশ্রিত অবস্থায় দূর হয়৷ কাজেই উল্লিখিত ৬% ট্রাশ দূর হওয়া বলতে আংশিক ট্রাশ ও আংশিক লিন্ট৷ বাস্তবে ৩% হতে ৪%ট্রাশ ব্লোরুম থেকে দূর হয় ৫% ট্রাশের বেলায়৷
কাজেই ক্লিনিং দক্ষতা বলতে মেশিনের ট্রাশ দূর হওয়া ও তুলার মোট ট্রাশের অনুপাতকে শতকরা হারে প্রকাশ করা৷
অর্থাৎ
ক্লিনিং দক্ষতা %=
ট্রাশ দূর হওয়ার পরিমাণ
-------- × ১০০
ক্লিনিং দক্ষতা %=
ট্রাশ দূর হওয়ার পরিমাণ
-------- × ১০০
মোট ট্রাশের পরিমাণ
অথবা ক্লিনিং দক্ষতা %=
তুলায় ট্রাশের পরিমাণ - ল্যাপে ট্রাশের পরিমাণ----- তুলায় ট্রাশের পরিমাণ ×১০০
X - Y
C.E%= ---------- × ১০০
X
C.E = ক্লিনিং দক্ষতা
X= তুলায় ট্রাশের পরিমাণ
Y= ল্যাপে ট্রাশের পরিমাণ