অ্যাসোর্ট কি?
কালার এবং সাইজ অনুসারে বিভিন্ন ভাবে সাজানকে (Assort) অ্যাসোর্ট বলে।অ্যাসোর্ট ম্যান কি?
যে এইগুলো করে তাকে এসোট ম্যান বলে। আর এগুলো পাকিং বা ফিনিশিং সেকশনে করা হয়। যে পোশাকগুলো Shipment এর জন্য প্রস্তুত তা অবশ্যই ক্রেতাদের / Buyer এর প্রয়োজনীয়তা অনুসারে Carton এ প্যাক করতে হয়।অ্যাসোর্ট কত প্রকার ও কি কি?
Assort/ অ্যাসোর্ট চার প্রকারঃ- সলিড কালার সলিড সাইজ (Solid colour - solid size)
- সলিড সাইজ অ্যাসোর্ট কালার (Solid colour - assort size)
- অ্যাসোর্ট সাইজ অ্যাসোর্ট কালার (Solid size - assort colour)
- অ্যাসোর্ট সাইজ অ্যাসোর্ট কালার (Assort size - assort colour)
সলিড কালার সলিড সাইজ |
সলিড কালার সলিড সাইজ (Solid colour - solid size) কি?
একই কাটুনে এক কালারের পোশাক ও এক সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Solid size বলা হয়।যেমনঃ Colour: Blue ও Size: L
অ্যাসোর্ট সাইজ সলিড কালার |
সলিড সাইজ অ্যাসোর্ট কালার (Solid colour - assort size) কি?
একই কাটুনে এক কালারের পোশাক ও বিভিন্ন ধরনের সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Solid colour - Assort size বলা হয়।যেমনঃ Colour: Blue, Size: S, M, L, XL ও XXL
অ্যাসোর্ট সাইজ অ্যাসোর্ট কালার |
Solid size - assort colour কি?
একই কাটুনে বিভিন্ন কালারের ও একটি সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Assort colour-Solid size বলা হয়।যেমনঃ Colour: Off white, Orange, Red, Blue ও Size: L
অ্যাসোর্ট সাইজ অ্যাসোর্ট কালার |
অ্যাসোর্ট সাইজ অ্যাসোর্ট কালার (Assort size - assort colour) কি?
একই কাটুনে বিভিন্ন কালারের ও বিভিন্ন সাইজের পোশাক মিলিয়ে যে কাটুন করা হয় তাকে Assort size - Assort colour বলা হয়।যেমনঃ Size: (S, M, L, XL, XXL)।
Colour: White, Blue, Orange, Navy, Red ইত্যাদি।
ভালো কিছু শিখলাম আলহামদুলিল্লাহ
উত্তরমুছুনgood guidness
উত্তরমুছুনগামটেপ কত প্রকার কি কি
উত্তরমুছুন3 type of gum tape
মুছুন1-General Gum Tape
2-Security Gum Tape
3-Paper Gum Tape
গাম টেপ 3 ধরনের
1-সাধারণ গাম টেপ
2-নিরাপত্তা গাম টেপ
3-কাগজের গাম টেপ