থ্রেড গাইড (Thread guide) কাকে বলে?
থ্রেড গাইডকে ল্যাপেট (Lappet) ও বলা হয়ে থাকে। ড্রাফটিং জোনের পর ডেলিভারি রোলারের নিপ হতে স্লাইভার কিংবা আঁশসমূহ ডেলিভারি হয়ে পাক খেয়ে সুতায় রুপান্তর হয় এবং রিং ও ট্রাভেলারের মাধ্যমে ববিনের পৃষ্ঠে আস্তে আস্তে জড়াতে থাকে। ডেলিভারি নিপ ও ট্রাভেলার এই দুইয়ের মধ্যখানে বৃত্তাকারে ঘুরতে থাকা সুতা একটি বড় বেলুনিং এর সৃষ্টি করে।থ্রেড গাইড |
এবং সুতা কেন্দ্র থেকে বের হওয়ার চেষ্টায় সুতা ছেঁড়ার হার বাড়িয়ে দেয়। বেলুনিং ছোট করা এবং সুতা ছেঁড়ার হার কমিয়ে আনার লক্ষ্যে ফ্রন্ট রোলারের নিপ হতে সুতা ডেলিভারি হওয়ার পর সুতা যে গাইডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে রিং এ চলে আসে, উক্ত গাইডকে থ্রেড গাইড বা ল্যাপেট বলে।