টেক্সটাইল ডাইং এর বৈশিষ্ট্য?

টেক্সটাইল ডাইং এর বৈশিষ্ট্য?

রং বা ডাই হল এমন একটি জটিল অসম্পৃক্ত অ্যারোমেটিক জৈব যৌগ, যার কতগুলো নির্দিষ্ট গুণাবলি রয়েছেঃ
  • রং দেয়ার ক্ষমতা
  • দ্রবণীয়তা
  • স্থায়িত্বতা
  • আর্কষণ ক্ষমতা 

রং দেয়ার ক্ষমতা

ডাই এর সর্বোচ্চ টেনটোরিয়াল ক্ষমতা থাকতে হবে। এ টেনটোরিয়াল মান নির্ভর করে ক্রোমোফোর ও অক্সোক্রোম এর প্রকৃতির ওপর। এদের মধ্যে ক্রোমোফোর হল কালার বহনকারী গ্রুপ এবং অক্সোক্রোম হল কালার বৃদ্ধি করার গ্রুপ।

ডাই
ডাই

দ্রবণীয়তা

এটি পানি বা যেকোন দ্রব্যকে দ্রবীভূত করার ক্ষমতা রাখে। ডাইকে দ্রবীভূত না করে টেক্সটাইল দ্রব্যের উপর প্রয়োগ করা যায় না। কাজেই প্রত্যেক প্রকার ডাই এর কোন না কোন দ্রবণের মধ্যে দূরত্ব হতে হবে। 

স্থায়িত্বতা

ফাস্টনেট হল এমন একটি রেজিস্ট্যান্স, যা বিভিন্ন ধরনের প্রভাব হতে ডাইং ও প্রিন্টিকে রক্ষা করে। ফাস্টনেস বিভিন্ন প্রকারের হয়। যেমনঃ কালার ফাস্টনেস, লাইট ফাস্টনেস, ওয়াশিং ফাস্টনেস, রাবিং ফাস্টনেস ইত্যাদি।

আর্কষণ ক্ষমতা

এটি টেক্সটাইল দ্রব্যের প্রতি আসক্ত। সাবস্ট্যানটিভির জন্যই ডাই বাথ হতে ডাই আঁশের ভিতর প্রবেশ করে। kk
Next Post Previous Post