কোন ধরনের সুতার জন্য কম্বিং প্রয়োজন?

কোন ধরনের সুতার জন্য কম্বিং প্রয়োজন?

সব ধরনের সুতার জন্য কম্বিং প্রক্রিয়া প্রয়োজন হয় না। যদি অন্য কোনভাবে বলা হয় তাহলে সাধারণত চিকন সুতা অর্থাৎ ৪০ এস এর বেশি কাউন্টের সুতার জন্য কম্বিং করা হয়। আমরা তুলার আঁশের বৈশিষ্ট্য থেকে জানি যে, একটি তুলার লটে তার বিভিন্ন গুণাবলী মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান থাকে, যা তার দৈর্ঘ্যের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আর তাই যদি আমরা ঐ লট থেকে আঁশ নিয়ে তার দৈর্ঘ্য পরীক্ষা করি তাহলে দেখা যাবে যে, কার্যকরী দৈর্ঘ্যের অর্ধেকের চেয়েও ছোট দৈর্ঘ্যের আঁশও ঐ লটে বিদ্যমান থাকে, যাকে ক্ষুদ্র আঁশ বলে। 

কম্বিং মেশিন
কম্বিং মেশিন

এই ক্ষুদ্র আঁশসমূহ সুতা তৈরীর ক্ষেত্রে সেটা মোটা বা চিকন যে রকম সুতাই হোক না কেন, ড্রাফটিং এর সময় নিয়ন্ত্রণের বাইরে থাকে ফলে সুতায় ইরেগুলারিটি দৃষ্ট হয়। আর এই ড্রাফট যত বেশি হবে ইরেগুলারিটিও তত বৃদ্ধি পাবে। যেহেতু চিকন সুতার ক্ষেত্রে মোটা সুতার চাইতে বেশি ড্রাফট প্রয়োগ করা হয়, তাই ক্ষুদ্র আঁশের উপস্থিতি চিকন সুতায় ইরেগুলারিটি বৃদ্ধি করে। যার ফলশ্রুতিতে উৎপাদিত সুতার মান খারাপ হয়ে যায়। 

আর এই জন্যই চিকন সুতা ক্ষেত্রে কম্বিং করা হয় অর্থাৎ সূক্ষ্ম বা উচ্চ নম্বরের সুতার ক্ষেত্রে নিম্নলিখিত প্রয়োজনে কম্বিং করা হয়ঃ
  • সুতা যত সুক্ষ্ম হবে ড্রাফট তত বেশি হবে। আবার আমরা জানি ড্রাফট যত বেশি হবে সুতার অনিয়মিতাও তত বৃদ্ধি পাবে, যা সুতার মধ্যে অবস্থিত ক্ষুদ্র আঁশের কারণে আরও বৃদ্ধি পায়। 
  • আর এজন্য সুক্ষ্ম সুতা তৈরীর জন্য কম্বিং প্রক্রিয়ার সাহায্যে ক্ষুদ্র আঁশ দূর করা হয়। 
  • সুক্ষ্ম সুতা দেখতে অবশ্যই চকচকে হতে হবে। কিন্তু ক্ষুদ্র আঁশ এক্ষেত্রে বাধাস্বরূপ, ক্ষুদ্র আঁশের উপস্থিতি সুতাকে অনুজ্জ্বল করে দেয়। 
  • সুক্ষ্ম সুতার সি.এস.পি ( C.S.P Value) মান অবশ্যই বেশি হতে হবে। কিন্তু সুতার মধ্যে ক্ষুদ্র আঁশ থাকলে এ মান কমে যেতে বাধ্য।
  • সুক্ষ্ম সুতার ক্ষেত্রে পাক দেওয়া ভাল। কিন্তু যদি এতে ক্ষুদ্র আঁশ থাকে তাহলে পাক বেশি দিতে হবে। আর এই ঝামেলা এড়াতে ক্ষুদ্র আঁশ দূর করা প্রয়োজন। 
Next Post Previous Post