জুট স্পিনিং এর উদ্দেশ্য?
ফিনিশার ড্রয়িং হতে প্রাপ্ত স্লাইভারকে যে সেকশনে সুতায় পরিণত করা হয় সেটি হচ্ছে স্পিনিং সেকশন। লম্বা চিকন স্লাইভারকে পুনরায় প্রয়োজনীয় ড্রাফট প্রয়োহ করে আরও চিকন করা করা হয়। ফ্লায়ারের সাহায্যে তাতে টুইস্ট দেয়া হয়।মূলত স্পিনিং এর প্রস্তুতি হিসেবে পূর্ববর্তী প্রসেসগুলো করা হয়। জুট স্পিনিং এ নিম্নলিখিত উদ্দেশ্যসমূহ বা কাজ সম্পন্ন করা হয়ঃ
- ড্রয়িং মেশিন হতে প্রাপ্ত স্লাইভারকে ড্রাফট প্রয়োগ করে সুতায় পরিণত করা।
- উৎপাদিত সুতাকে সহজে স্থানান্তরের জন্য উপযুক্ত প্যাকেজে জড়ানো।
- সুতার অক্ষ বরাবর আঁশকে রাখার জন্য প্রয়োজনীয় টুইস্ট প্রদান করা।