কটন গ্রেডিং এর সময় কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হয়?
কটন গ্রেডিং এর সময় কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হয়?
যদিও কটনের গ্রেডিং বিভিন্ন দেশে বিভিন্নভাবে নির্ধারণ করা হয়। তথাপিও কটনের সাধারণ গ্রেডিং এর সময় নিম্নলিখিত বিষয়গুলোর উপর সর্বদা দৃষ্টি রাখতে হয়ঃ- কটন এর রঙ (Colour)
- কটনের মধ্যে ট্রাশের পরিমাণ
- কটনের প্রস্তুতপ্রণালী কিংবা method of preparation বা (Style of cotton)।
কটন এর রঙ (Colour)
বিভিন্ন প্রকার তুলার মধ্যে বিভিন্ন ধরনের রং থাকতে পারে। আবার একই গাছের একই ফলের তুলা বা কটনের মধ্যেও কিছুটা রঙ এর তারতম্য দেখা যায়। কটন কিংবা তুলার ফল যখন পোকা দ্বারা আক্রান্ত হয় তখন সেটা থেকে আঠাজাতীয় পদার্থ বের হয়। যার কারণে তুলাকে হলুদ বর্ণে পরিণত করে। আবার বেশি বিলম্বে তুলা উঠানোর ফলে কটন এর রং হলুদ বর্ণ ধারণ করে থাকে।কটন |
আর যদি কটনকে সময়মতো ঘরে না উঠিয়ে দীর্ঘদিন ধরে মাঠে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। তাহলে এর উজ্জ্বলতা কমে গিয়ে ডার্কার কালার ধারণ করে থাকে। তুলার ব্যবহারের দিকে লক্ষ রেখে তুলাকে পাঁচটি প্রধান কালারে বিভক্ত করা যায়ঃ
- সাদা (White)
- হলুদ দাগ যুক্ত (Yellow spot)
- ধূসর (Gray)
- স্পটেট (Spotted)
- টিঞ্জড (Tinged)
কটনের মধ্যে ট্রাশ
কটনের মধ্যে ট্রাশ বা Foreign matter কটনের গুণাগুণ কিঋবা মান অনুযায়ী ১% থেকে ১৫% হয়। পরিষ্কার তুলার মধ্যে ট্রাশ ১% ও নিম্নমানের তুলার মধ্যে অপদ্রব্য কিংবা ট্রাশ থাকে। ট্রাশগুলো সাধারণত বীজ, বীজের ভাঙ্গা অংশ, বালি, ডাল, পাতার টুকরো অংশ, তৈল ও ময়লা ইত্যাদির সমন্বয়ে গঠিত হয়।কটনের প্রস্তুতপ্রণালী কিংবা method of preparation বা (Style of cotton)
কটনের প্রস্তুতপ্রণালী বলতে বুঝায় জিনিং এর পূর্বে তুলাকে কিভাবে মজবুত করা হয় ও তুলাকে কিভাবে ব্যবহার করা হয়। কটন বা তুলার প্রস্তুত নির্ভর করে জিনিং এর গুণাগুণের উপর।এটি ভিজিবল (Visible) কোয়ালিটি factor যেমনঃ Cut and damaged fibre, Uniformity, openness, neppiness ইত্যাদির উপর নির্ভর করে থাকে।