স্প্লাইস কি | স্প্লাইস কত প্রকার ও কি কি

স্প্লাইস কি?

কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করার সময় যদি কাপড়ের মধ্যে কোন ত্রুটি পাওয়া যায় তা কাপড়ের প্রস্থ বরাবর কেটে বাদ দেওয়া হয়। অতঃপর কাপড় কাটা প্রান্তের উপর নতুন প্রান্ত প্রয়োজনমত পরিমাণে ওভারল্যাপিং করে পূনরায় কাপড় বিছানো শুরু করা যায়।

মার্কারের মধ্যে সাধারণত স্প্লাইস পজিশন চিহ্নিত করা থাকে। এ ধরনের ওভারল্যাপিংকেই স্প্লাইস বলে।
স্প্লাইস
স্প্লাইস

স্প্লাইস কত প্রকার ও কি কি?

স্প্লাইস সাধারণত দুই প্রকারঃ
  • সরলরেখা স্প্লাইস (Straight line splice)
  • ইন্টারলক স্প্লাইস (Interlock Splice)

সরলরেখা স্প্লাইস (Straight line splice) কি?

এ ধরনের স্প্লাইস স্প্রেডিং টেবিলের প্রস্থ বরাবর একটি সরলরেখা দ্বারা চিহ্নিত করা হয়। মার্কারের মধ্যে সরলরেখার স্প্লাইস চিহ্ন বরাবর উভয় দিকের প্যাটার্ন লেগে থাকে। এ ধরনের স্প্লাইস লাইন বরাবর উভয় দিকে ২ ইঞ্চি পরিমাণ কাপড়ের প্রান্ত বেশি রেখে পুনরায় কাপড় বিছানো শুরু করা হয়ে থাকে।

ইন্টারলক স্প্লাইস (Interlock Splice) কি?

এ ধরনের স্প্লাইস এর চিহ্ন প্রস্থ বরাবর দুটি সরলরেখা দ্বারা বুঝানো হয়, যাদেরকে আবার আড়াআড়ি লাইন দ্বারা যুক্ত করা হয়। এধরনের স্প্লাইস মার্ক স্প্রেডিং টেবিলের উপর প্রথমেই চক দ্বারা চিহ্নিত করে নিতে হয়। ইন্টারলক স্প্লাইস বলতে বুঝায় যে উক্ত চিহ্নের মধ্যে প্রস্থ বরাবর দুই ধারের প্যাটার্নসমূহ ইন্টালক অবস্থায় আছে। 

পূর্বের মতো এক্ষেত্রে ইন্টারলক স্প্লাইস মার্কিং উভয় দিকে ২ ইঞ্চি পরিমাণ ওভারল্যাপিং দিয়ে কাপড় বিছানো শুরু করা হয়।
Next Post Previous Post