ঝাঁপ (Heald shaft) কি?
এটা এক সারি পাকানো শক্ত সুতা অথবা ধাতব তার এবং দুটি কাঠের অথবা লোহার পাতের সমন্বয়ে গঠিত এক প্রকার যন্ত্র বিশেষ। প্রত্যেকটি শক্ত সুতা অথবা ধাতব তারের ঠিক মাঝখানে একটি করে চক্ষু (eye) থাকে যা ব চক্ষু নামে পরিচিত। আর এই চোখের ভেতর দিয়ে এক একটি টানা সুতা অতিক্রম করে।তাঁত |
ঝাঁপ বাণিজ্যিকভাবে হিল্ডস স্যাফট অথবা ক্যাম লিভস (Cam leaves) অথবা স্ট্রেভস (Straves) নামে পরিচিত। হিল্ড স্যাফট এর নম্বর ডিজাইনের ড্রাফটিং প্লান এর উপর নির্ভরশীল। ডিজাইনের রিপিটে অধিক সংখ্যক টানা সুতা থাকলে কাপড় বুননের সময় অধিক সংখ্যক ঝাঁপ এর প্রয়োজন হয়।