সিনজিং এর ত্রুটি?

সিনজিং এর ত্রুটি?

সিনজিং এর ত্রুটিগুলো হলঃ
  • অসম সিনজিং
  • কাপড় পুড়ে যাওয়া
  • ফরমেশন অব হাইড্রোসেলুলোজ

অসম সিনজিং

কারণঃ

রোটারি সিলেন্ডার সিনজিং দীর্ঘদিন ব্যবহারের ফলে কাপড় ও সিলিন্ডারের ঘর্ষণে সিলিন্ডারের পৃষ্ঠে সরু লম্বা দাগ পড়ে, যা সিলিন্ডার ও কাপড়ের মধ্যে যথাযথ স্পর্শ দানে বাধা প্রদান করে ফলে অসম সিনজিং হয়।

প্রতিকারঃ

সিলিন্ডারের পৃষ্ঠ যান্ত্রিকভাবে সুষম করতে হবে অথবা সিলিন্ডার পরিবর্তন করতে হবে।
গ্যাস সিনজিং মেশিন
গ্যাস সিনজিং মেশিন

কাপড় পুড়ে যাওয়া

কারণঃ

গ্যাস বার্নারে আগুনের শিখার দৈর্ঘ্য বেশি হলে অর্থাৎ শিখা কাপড় ভেদ করলে বা গ্যাস বার্নারের শিখার প্রস্থ কাপড়ের প্রস্থের চেয়ে বেশি হলে ফেব্রিক পুড়ে যাবে।

প্রতিকারঃ

গ্যাস বার্নারের আগুনের শিখা সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে।

ফরমেশন অব হাইড্রোসেলুলোজ

কারণঃ

কাপড়ো সাইজিং দ্রব্যগুলোর মধ্যে জিংক ক্লোরাইড থাকলে তা উচ্চতাপে হাইড্রোক্লোরিক এসিড মুক্ত করে যা হাইড্রোসেলুলোজ তৈরি করে থাকে।

প্রতিকারঃ

সাইজিং দ্রব্যাদিতে জিংক ক্লোরাইড ব্যবহার করা যাবে না।
Next Post Previous Post