টেক্সটাইল ফাইবার শনাক্তকরণের প্রয়োজনীয়তা?
টেক্সটাইল ফাইবার শনাক্তকরণের প্রয়োজনীয়তা?
কোন ফাইবারের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়ার জন্য ফাইবার শনাক্তকরণ প্রয়োজন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে নিত্যনতুন ফাইবার বা সুতার মিশ্রণ দ্বারা টেক্সটাইল পণ্য সামগ্রী তৈরি হচ্ছে। আর এ সমস্ত ফাইবারের গুণাবলী ভিন্ন ভিন্ন বিধায় তাদের প্রসেসিং প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন হবে। কেমিক্যাল ট্রিটমেন্টে দেখা যায় কোন ফাইবার এসিডের প্রতি সংবেদনশীল। আবার কোন ফাইবার অ্যালকালির প্রতি সংবেদনশীল।টেক্সটাইল ফাইবার |
এছাড়া ডাইং প্রক্রিয়ায় কোন কোন ফাইবার কম তাপমাত্রায় ডাই গ্রহণ করে। আবার কোন কোন ফাইবার উচ্চ তাপমাত্রায় ডাই গ্রহণ করে। আর তাই ফাইবারের বৈশিষ্ট্য জানা না থাকলে কেমিক্যাল ট্রিটমেন্ট, ওয়েট প্রসেসিং ইত্যাদি প্রক্রিয়া সঠিকভাবে করা যায় না। এছাড়াও কোন উৎপাদক যদি কোন পণ্যের অনুরূপ পণ্য উৎপাদন করতে চায় তবে তাকে অবশ্যই নমুনা পণ্যের গঠন ও বৈশিষ্ট্য জানতে হবে।
ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য নিরূপণের জন্য বিভিন্ন বাহ্যিক পরীক্ষা, রাসায়নিক পরীক্ষা, রং যোগে পরীক্ষা ইত্যাদি পরীক্ষাগুলো রয়েছে। ফাইবার পরীক্ষার জন্য এগুলোর মধ্যে এক বা একাধিক পরীক্ষা নেয়া যায়। তাই বলা যায় টেস্টিংয়ে বর্ণিত কারণে ফাইবার শনাক্তকরণের গুরুত্ব অপরিসীম।