অ্যাডহেশন স্টিকিনেস টেস্টিং করার নিয়ম?

অ্যাডহেশন স্টিকিনেস টেস্টিং করার নিয়ম?

অ্যাডহেশন শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, সংযোজন বা সংসক্তি। আন্তঃআণবিক বল, যা ফাইবারের স্পর্শপৃষ্ঠ ও বাইন্ডার পলিমারকে একত্রে ধরে রাখে, তাকে অ্যাডহেশন বলা হয়। অ্যাডহেসিভ কিংবা আঠালো পদার্থ বস্তুর মধ্যে লেগে থাকার মানকে অ্যাডহেশন স্টিকিনেস বলা হয়। 
অ্যাডহেশন
অ্যাডহেশন

অ্যাডহেসিভ এবং সাবস্ট্রেট এর মধ্যে অ্যাডহেসিভ বিভিন্ন মেকানিজম এর মাধ্যমে করতে পারেঃ
  • মেকানিক্যাল বন্ড এর মাধ্যমে
  • আন্ডার ওয়ালস ফোর্স এর মাধ্যমে 
  • ময়েশ্চার এইডেড ডিফিউশন এর মাধ্যমে 
সর্বোপরি অ্যাডহেশন স্টিকিনেস টেস্টিং বলতে অ্যাডহেসিভ, সাবস্ট্রেট এর সঙ্গে কতটা শক্তভাবে জোড়া লেগে আছে এটার আন্তঃআণবিক বল নির্ণয়ের পরীক্ষাকে বুঝায়।
Next Post Previous Post