তুলার গ্রেডিং কাকে বলে?

 তুলার গ্রেডিং কি?

তুলার আঁশের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে তুলার শ্রেণীবিভাগ করা হয়েছে। আবার তুলার আঁশের মধ্যস্থিত ট্রাশ কনটেন্টের উপর ভিত্তি করে তুলার গ্রেডিং করা হয়ে থাকে। ট্রাশ বলতে তুলার মধ্যে অবস্থিত তুলা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য যেমনঃ ভাঙ্গা পাতা, কুড়ি, ধুলাবালি, ব্রীজ ভাঙ্গা ব্রীজ, নেপস এবং বিভিন্ন ময়লা ইত্যাদিকে বুঝায়। একটি নির্দিষ্ট গুণাগুণসম্পন্ন সুতা তৈরির জন্য অবশ্যই ভাল গ্রেডের তুলা নির্বাচন করতে হয়।

তুলা
তুলা

সাধারণত লম্বা আঁশের তুলার সাথে ধুলাবালি ও অপ্রয়োজনীয় দ্রব্যাদির শতকরা হার কম থাকে এবং তুলা আঁশের শক্তিও বেশি হয়। সেজন্য উক্ত আঁশ দ্বারা উচ্চ নম্বরের সুতা তৈরি করা যায়। সেজন্য তুলাকে গ্রেডিং করার পূর্বে মেশিনের সাহায্যে তার ট্রাশ কনটেন্ট জেনে নিতে হয়। যে যন্ত্রের সাহায্যে ট্রাশ পরিমাপ করা হয় তাকে শার্লি অ্যানালাইজার বলে। 

আরেকটি বিষয় জানা উচিত তা হলো একটি নির্দিষ্ট গ্রেডের তুলা যেমনঃ আমেরিকান, মিডলিং হয়ত অপ্রয়োজনীয় পদার্থের শতকরা হার এবং তুলার বর্ণের উপর নির্ভর করা হয়েছে, আর তাই মিডলিং দিয়ে কোন নির্দিষ্ট দৈর্ঘ্যের আঁশ বুঝাবে না। মিডলিং গ্রেডে বিভিন্ন পরিমাপের তুলা থাকতে পারে না, যেমনঃ ২৫ মিলিমিটার, ৩২ মিলিমিটার, ৩৫ মিলিমিটার ইত্যাদি। 

পাকিস্তানি তুলার বর্তমানে নিজস্ব কোন গ্রেডিং অনুসরণ করা হয় না। আমেরিকান তুলার গ্রেডিংকেই পাকিস্তানি তুলার মান হিসাবে ধরে নেওয়া হয়েছে। বাংলাদেশের তুলাও আমেরিকান তুলার ন্যায় গ্রেডিং করা হয়।
Next Post Previous Post