বিল্ডিং মোশন কি | বিল্ডিং মোশন কত প্রকার ও কি কি

বিল্ডিং কি?

সিমপ্লেক্স অথবা অন্য কোন মেশিনে উৎপাদিত পণ্যকে সুনির্দিষ্ট নিয়মে সঠিক আকৃতিতে খালি ববিনে জড়িয়ে নির্দিষ্ট প্যাকেজ তৈরি করাকে বিল্ডিং বলে। 

বিল্ডিং মোশন কি?

যে মোশনের সাহায্যে উৎপাদিত পণ্যকে সুনির্দিষ্ট নিয়মে সঠিক আকৃতিতে খালি ববিনে জড়িয়ে নির্দিষ্ট প্যাকেজ তৈরি করা হয়, সে পদ্ধতিকে বিল্ডিং মোশন (Building motion) বলে।
 
রোভিং ফ্রেমের বিল্ডিং মেকানিজম
রোভিং ফ্রেমের বিল্ডিং মেকানিজম

বিল্ডিং মোশন কত প্রকার ও কি কি?

রোভিং ফ্রেমের বিল্ডিং মোশনের প্রকারভেদ হয় না বললেই চলে, তবে বর্তমানে বিভিন্ন কোম্পানির আধুনিক রোভিং ফ্রেমে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ববিন বিল্ডিং হয়ে থাকে। কাজেই বিল্ডিং মোশন সাধারণত দুই প্রকারের হয়ে থাকেঃ
  • গিয়ার সিস্টেম (Gear system)
  • ইলেকট্রনিক সিস্টেম (Electronic system)

গিয়ার সিস্টেম (Gear system)

সাধারণত কনভেনশনাল ধরনের রোভিং ফ্রেমে গিয়ার সিস্টেমের বিল্ডিং মোশন ব্যবহৃত হয়ে থাকে। 

ইলেকট্রনিক সিস্টেম (Electronic system)

বর্তমানে আধুনিক বিভিন্ন কোম্পানির সিমপ্লেক্স মেশিনে ইলেক্ট্রনিক পদ্ধতির বিল্ডিং মোশন ব্যবহার করা হয়ে থাকে, যা কম্পিউটারাইজ পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অপারেট করে থাকে। 
Next Post Previous Post