প্রথমে একটি কাষ্ঠ এবং ধাতুনির্মিত স্ট্যান্ডের উপর একপাশে দা আকৃতির একটি স্কেল খাড়াভাবে ও অন্যপাশে একটি দন্ড বসানো থাকে। দন্ডের উপরের অংশে একটি বিম আড়াআড়িভাবে বসানো থাকে। যার এক মাথায় সুতা বা ইয়ার্ণ ঝুলানোর হুক ও অন্য মাথায় নির্দেশক থাকে। বিমটি দন্ডটির মাথায় এমনভাবে বসানো থাকে, যাতে এটি এদিক ওদিক সহজে দুলতে পারে।
বিজলিস ইয়ার্ণ ব্যালেন্স |
টানা ও পড়েন সুতা যা আলাদাভাবে রাখা আছে তা টেমপ্লেটের চিহ্নিত দিক দ্বারা টানা সুতা টুকরা টুকরা করে কেটে বিমের হুকে একটা একটা করে ঝুলিয়ে দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত নির্দেশকটি ডেটাম লাইনে চলে না আসে।
এখন সুতাগুলো গুণে যতগুলো সুতা হল সুতার কাউন্ট ঠিক তত হবে। অনুরুপভাবে পড়েন সুতারও কাউন্ট এভাবে বের করা হয়।...