বিভিন্ন লবণের নাম ও সংকেত | লবণের ব্যবহার

লবণ কি?

ধাতু কিংবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা এসিডের হাইড্রোজেন আংশিক কিংবা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে।

বিভিন্ন লবণের নাম?

  • সোডিয়াম সালফেট (Na2SO4)
  • সোডিয়াম বাইসালফেট (NaHSO4)
  • সোডিয়াম হাইড্রো সালফাইট (Na2S2O4)
  • ব্লিচিং পাউডার [Ca(OCL)Cl]
  • সোডিয়াম ক্লোরেট (NaCLO3)
  • সোডিয়াম নাইট্রাইট (NaNO2)
  • সোডিয়াম থায়োসালফাইট (Na2S2O3)
  • সোডিয়াম সালফাইট (Na2S)
  • সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl)
  • সোডিয়াম অ্যাসিটেট (CH3COONa)

লবণের ব্যবহার?

টেক্সটাইল ওয়েট প্রসেসিং শিল্পকারখানায় লবণের ব্যবহার সর্বাধিক। তারমধ্যে কয়েকটি আলোচনা করা হলঃ

সোডিয়াম সালফেট (Na2SO4)

কটন ফিনিশিং এর জন্য, ডাইরেক্ট ও সালফার ডাই এর জন্য এবং অ্যাসিড দ্বারা উল রং করার জন্য এটি ব্যবহার করা হয়।

সোডিয়াম বাইসালফেট (NaHSO4)

সিল্ক ও উল ওয়াশিং এর জন্য এবং ব্লিচিং পাউডার দ্বারা স্কাওয়ারিং করা কাপড় থেকে ক্লোরিন দূর করার জন্য এ লবণ ব্যবহার করা হয়। 

সোডিয়াম হাইড্রো সালফাইট (Na2S2O4)

ভ্যাট ডাই দ্বারা ডাইং এর সময়, প্রোটিন ফাইবার ওয়াশিং এর জন্য এবং সিল্ক, উল ও কটনের রং উঠানোর জন্য অধিকাংশ ক্ষেত্রে এ লবণ ব্যবহার করা হয়। 

ব্লিচিং পাউডার [Ca(OCL)Cl]

কটন ব্লিচিং এর জন্য, ডিসচার্জ প্রিন্টিং এর জন্য এবং উলের জমাট বাঁধা রোধ করার জন্য এ লবণ ব্যবহার করা হয়। 

সোডিয়াম ক্লোরেট (NaCLO3)

ব্লিচিং এর জন্য এবং অ্যানিলিন ব্লাক দ্বারা ডাইং ও প্রিন্টিং করতে এটি ব্যবহার করা হয়।
লবণ
লবণ

সোডিয়াম নাইট্রাইট (NaNO2)

অ্যাজো কালার ডাইং এ ডায়াজোটাইজ করতে, ডাইরেক্ট কালারের রং স্থায়ীকরণ এবং অ্যাজো ও দ্রাব্য ভ্যাট কালার দ্বারা রং করতে এর প্রয়োগ অপরিহার্স। 

সোডিয়াম থায়োসালফাইট (Na2S2O3)

ব্লিচিং পাউডার বা এ জাতীয় পদার্থ যোগে ব্লিচিং করা কটন দ্রব্যাদি ক্লোরিনের শেষ বিন্দুটুকু দূর করতে এর প্রয়োগ অপরিহার্য। 

সোডিয়াম সালফাইট (Na2S)

এটা একটি রিডিউসিং এজেন্ট। এটা সালফার ডাই এর দ্রবণ তৈরি করতে ব্যবহার করা হয়। 

সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl)

এটি ব্লিচিং এর কাজে ব্যবহার করা হয়। 

সোডিয়াম অ্যাসিটেট (CH3COONa)

উলকে অ্যাসিড ও ডাইরেক্ট ডাই দ্বারা রং করতে এবং উল ও সিল্কের রং উঠানোর জন্য এ লবণ ব্যবহার করা হয়। তাছাড়া অ্যাজোয়িক ডাই দ্বারা রং করতে ব্যবহার করা হয়। 
Next Post Previous Post