কিভাবে কাউন্টের উপর ভিক্তি করে স্পিন প্ল্যান তৈরি করা হয়?

কিভাবে কাউন্টের উপর ভিক্তি করে স্পিন প্ল্যান তৈরি করা হয়?

স্পিন প্ল্যান করার জন্য কিছু বিবেচ্য বিষয় আছেঃ
  • প্রসেসিং প্যারামিটারসমূহ নির্বাচন
  • আদর্শ কাউন্ট নির্বাচন
  • স্পিন্ডল সংখ্যা নির্বাচন
  • স্টপেজ টাইম নির্বাচন
উপরোক্ত বিষয়সমূহ বিবেচনান্তে স্পিন প্ল্যান করা হয়। সাধারণত রিং স্পিনিং এর ক্ষেত্রে ৩২S কে আদর্শ কাউন্ট ধরে ২৫০০০ স্পিন্ডল বা ১২৫০০ স্পিন্ডল কিংবা ক্ষেত্রবিশেষে ভিন্নতর প্রয়োজনীয় সংখ্যার জন্যও স্পিন প্ল্যান করা যায়।

স্পিনিং প্রসেস
স্পিনিং প্রসেস

কাউন্ট নির্বাচনে রিং স্পিনিং এর ক্ষেত্রে ৩২ এস কাউন্টকে আদর্শ মান বিবেচনা ছাড়াও অন্যান্য কাউন্ট যেমনঃ ২০ এস, ৪০ এস, ৬০ এস ইত্যাদি বিবেচনা করে করা যায়। তবে এর কিছু সীমাবদ্ধতা থাকে। স্পিনিং সিকুয়েন্স অনুসারে যদিও ব্লোরুম প্রথম এবং রিং ফ্রেম শেষ কিন্তু স্পিন প্ল্যান এর হিসাবের জন্য রিং ফ্রেম থেকে আগে শুরু করতে হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন