শানার স্পেসিফিকেশন? Textile BD শানার স্পেসিফিকেশন?সনাতন পদ্ধতিতে শানার স্পেসিফিকেশন নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়ঃ১০০s ST, ১৮ G, ৪৪" × ৫ " ব্লুশানার স্পেসিফিকেশনযার অর্থ,১০০s ST= ১০০s কাউন্টের স্টকপোর্ট শানা১৮ G= ডেন্টের তারের গেজ ১৮৪৪" = শানার দৈর্ঘ্য ৪৪"৫ " = শানার গভীরতা ৫" ব্লু= শানার প্রান্ত (Bulk) ব্লু পেপারের Textile calculation Textile BD Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.