এফিস কি?
এফিস কি?
এফিস বা এ,এফ,আই,এস হল একটি ফাইবার টেস্টিং যন্ত্র। এর পূর্ণরুপ হল অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম (Advanced fibre information system)। ফাইবার টেস্টিং এর ক্ষেত্রে এটি একটি আধুনিক যন্ত্র। আর এ যন্ত্রটি এরো মেকানিক্যাল (Aro-Mechanical) নীতিতে কাজ করে।এফিস |
আর এ যন্ত্র দ্বারা ফাইবারের নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ পরিক্ষা করা যায়ঃ
- ফাইবারের দৈর্ঘ্য (Fibre length)
- ফাইবারের আপার হাফ লেংথ
- শর্ট (Upper half length)
- শর্ট ফাইবার কনটেন্ট (Short fibre content)
- ম্যাচুরিটি রেশিও (Maturity ratio)
- নেপস (Neps)
- ইমম্যাচিউর ফাইবার কনটেন্ট (Immature fibre content)
- ট্রাশ (Trash)
- ডাস্ট (Dust)