আমরা প্রায়শই দেখতে পাই টার্কিস কালারে রানিং সেড অথবা কালার স্পট। প্রশ্ন হচ্ছে এই কমন সমস্যাটা কেন হয়, তবে চলুন এর সমাধান খুঁজে বের করি।
ডাইং মেশিন |
ইহা একটি কন্টিনিউস প্রসেস যা বিভিন্ন স্টেপে অনুসরণ করতে হয়ঃ
- টার্কিস কালার এর জন্য স্পেশাল হাই কোয়ালিটি লেভেলিং এজেন্ট ব্যবহার জরুরী ও কালার অবশ্যই ছাঁকুনি দিয়ে নিতে হবে।
- সোডা ডোজিং হবে ৭০% প্রোগ্রেসিব প্রক্রিয়ায় প্রয়োজনে ২ ধাপে সম্পন্ন হবে।
- অবশ্যই কালার ৯০°সেন্টিগ্রেডে মাইগ্রেশন করে নিতে হবে।
- ডাই বাথে ডিফোমিং এজেন্ট ও সিকোস্টেরিং এজেন্ট পরিমাণমত ব্যবহার করতে হবে।
- বেশী এডিশন অর্থাৎ সর্বোচ্চ ১ থেকে ২ দেওয়া যাবে না।
- ডায়িং বাথ ডাইরেক্ট ড্রেন না করে ওভারফ্লো কিংবা রিনস সহ ড্রেন শেষে কমপক্ষে ৮ থেকে ১০ মিনিট রিনজ করে নিতে হবে।
- ডায়িং করার সময় কোন ভাবেই কাস্টিক (Na0H) ব্যবহার করা যাবে না।
- ফিনিশিং প্রসেসের সময় সপেনার অত্যাধিক তাপে গুলানো যাবে না।
- ফিনিশিং প্রসেস শেষে অবশ্যই ফেনাসহ মাল আনলোড করা যাবে না।