শিল্প এলাকা বা শিল্প শহর কেন গড়ে উঠে?

শিল্প এলাকা বা শিল্প শহর কেন গড়ে উঠে?

বিশ্বের অন্যান্য দেশে এবং আমাদের দেশেও বিশেষ বিশেষ কারণে কোন কোন শিল্পকারখানা একটি নির্দিষ্ট স্থানে গড়ে উঠেছে। অনেক আগে একটি গোষ্ঠী বা জনপদের প্রয়োজনে কারখানা স্থাপন করা হতো। তখন বাজারও সীমাবদ্ধ ছিল, তেমন প্রতিযোগিতা ছিল না। শিল্পবিপ্লব আর সে সঙ্গে প্রযুক্তিবিদ্যার উন্নতিতে কারখানার অবস্থান নির্বাচনে আবশ্যকতা দেখা দেয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বাজারের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। 
শিল্প এলাকা
শিল্প এলাকা

আর তাই শিল্প এলাকা বা শিল্প শহর গড়ে উঠার পশ্চাতে প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক কারণ রয়েছে। এ সমস্ত কারণে নারায়ণগঞ্জ এলাকাতে পাটকল, চট্টগ্রাম পতেঙ্গাতে তৈল শোধনাগার, ঢাকার অদূরে টঙ্গিতে শিল্প শহর গড়ে উঠেছে। এ সমস্ত শিল্প শহরগুলো গড়ে উঠার পেছনের কারণগুলো এক হলেও অন্যান্য আনুষঙ্গিক কারণগুলো আলাদা। 

যে কারণে নারায়ণগঞ্জ শিল্প শহরে গড়ে উঠেছে সেই কারণে টঙ্গী শহরে গড়ে উঠে নি। শিল্প শহর শিল্প বিকাশের প্রয়োজনে গড়ে ওঠে, অবশ্য যেখানে গড়ে উঠার যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে। 
Next Post Previous Post