কারখানার গৃহ নির্বাচনের উপাদান?
কারখানার গৃহ একতলা না বহুতলবিশিষ্ট হবে তা নির্ভর করেঃ- উৎপাদিত দ্রব্যের প্রকৃতি
- উৎপাদন পদ্ধতি
- যন্ত্রপাতির ওজন
- যন্ত্রপাতির আকার
- ভূমির প্রকৃতি, প্রাপ্তব্যতা ও মূল্য
- আলো-বাসা, উষ্ণতা ও আর্দ্রতা
- অগ্নিনিরোধক ব্যবস্থা
- যন্ত্রপাতি ও কাঁচামাল পরিবহন ইত্যাদি।
উৎপাদিত দ্রব্যের প্রকৃতি
উৎপাদিত দ্রব্যের প্রকৃতি নির্ভর করে কারখানার গৃহ একতলা হবে না বহুতলবিশিষ্ট হবে। হালকা-পাতলা উৎপাদিত দ্রব্যের জন্য বহুতলবিশিষ্ট কারখানা গৃহ ব্যবহার করা যেতে পারে। ভারী পণ্যের জন্য একতলা কারখানা গৃহ ব্যবহার উপযোগী।উৎপাদন পদ্ধতি
উৎপাদন যেখানে কতিপয় প্রক্রিয়ায় বিভক্ত সেখানে অল্প জায়গায় বহুতল বিশিষ্ট কারখানা গৃহ নির্মাণ করে এক এক প্রক্রিয়ার কার্যাবলীর জন্য এক এক তলা ব্যবহার করা যায়। অনেক সময় উপর তলায় অফিস স্থাপন করা যেতে পারে।কারখানা |
যন্ত্রপাতির ওজন
যন্ত্রপাতির ওজনের উপর ভিত্তি করে কারখানা গৃহ বহুতলবিশিষ্ট হবে না একতলাবিশিষ্ট হবে তা বিবেচনা করা যায়। যন্ত্রপাতি ভারী হলে বহুতলবিশিষ্ট দালানের যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হয় না।যন্ত্রপাতির আকার ও আকৃতি
যন্ত্রপাতির আকার-আকৃতি বড় হলে একতলাবিশিষ্ট কারখানা গৃহ নির্মাণ করা উচিত।আরও পড়ুনঃ
ভূমির প্রকৃতি, প্রাপ্তব্যতা ও মূল্য
ভূমি যদি নরম হয় তাহলে একতলাবিশিষ্ট কারখানা গৃহ নির্মাণ করা ব্যয়সাপেক্ষ হয়। এতে ভিক্তি খরচ বেশি পড়ে যায়। ভূমি দুস্প্রাপ্য হলে এবং এর মূল্য ও খাজনা বেশি হলে বহুতলবিশিষ্ট কারখানা নির্মাণ করে অল্প জায়গায় অধিক যন্ত্রপাতির স্থান সংকুলানের ব্যবস্থা করা যায়।আলো-বাসা, উষ্ণতা ও আর্দ্রতা
আলো বাতাসের প্রয়োজন বেশি হলে একতলা গৃহ নির্মাণ করা উচিত। একতলা গৃহে অধিক সংখ্যক জালানা, দরজা নির্মাণ করে এবং এমনকি ছাদের আলো ও বাতাস আসার ব্যবস্থা করা যায়।আর্দ্র আবহাওয়া বয়ন শিল্পের জন্য বেশি উপযোগী। একতলায গৃহে প্রাকৃতিক আদ্র ও উষ্ণ আবহাওয়া সহজেই প্রবেশের ব্যবস্থা করা যায়।
অগ্নিনিরোধক ব্যবস্থা
যে সকল কারখানায় অগ্নিনিরোধক ব্যবস্থা অত্যাবশ্যক, সে সকল ক্ষেত্রে অগ্নি সংযোগের বিপক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে একতলা কারখানা গৃহ নির্মাণ বিশেষ উপযোগী। এছাড়া যে সমস্ত শিল্প-কারখানার সম্প্রসারণের ব্যবস্থা রাখার প্রয়োজন, সে সকল কারখানা গৃহে একতলা হওয়াই বাঞ্চনীয়, কারণ কম খরচে একতলা গ্রহ সম্প্রসারণ করা যায়।উৎপাদন প্রক্রিয়া ও যন্ত্রপাতি বিন্যাস এর ক্ষেত্রে যেখানে নমনীয়তা আবশ্যক, সেখানে একতলা কারখানা গৃহ নির্মাণ করে উৎপাদন প্রক্রিয়াকরণ ব্যয় কম করতে হবে। এক্ষেত্রে একতলা কারখানা গৃহ নির্মাণ গ্রহণযোগ্য।