TUCK, TACK এবং TAG কি?

TUCK, TACK এবং TAG এই তিনটি খুবই কাছাকাছি শব্দ। যা গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে অনেক বেশি বলা হয়ে থাকে। কিন্তু আমরা অনেক সময় এগুলোকে বলার সময় এক করে ফেলি। আবার অনেক সময় বুঝতে এদিক ওদিক করে ফেলি। অনেক সময় উচ্চারণ ও একই করে ফেলে থাকি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক।

টাক (TUCK) কি?

TUCK হল একটি অস্থায়ী সংযোজন অর্থে ব্যবহার করা। আর এই Tuck দেওয়া টা আমরা সকলে বুঝি। ইহা হচ্ছে একটি ক্ষনস্থায়ী প্রসেস। অর্থাৎ কোন প্রসেস করার আগে Tuck দিয়ে করলে তখন তা করতে খুবই সুবিধা হয়, সুন্দর হয় ও কোয়ালিটি ভাল হয়। কিন্তু ঐ Tuck টা আমরা সাধারণত সুতা বা ইয়ার্ন দিয়ে করি। 

তবে প্রসেস করার পরে টাক (Tuck) টা খুলে ফেলতে হয়। তাছাড়া TUCK শব্দটি স্থায়ী আলতো সংযোজন অর্থে ও ব্যবহার হয়ে থাকে। যেমনঃ Heavy Jacket তথা Inner ও outer বা যাকে আমরা Shell, Lining বলি। আর এমন জ্যাকেট গুলোতে দুটি পার্টকে একটি Self Fabric এর মাধ্যমে আটকিয়ে দেওয়া হয়। 

এটিও হল টাক যাতে করে পার্ট ২টি আলাদা হবে না। কিন্তু তাতে হালকা Movement হতে পারবে। তবে ঐ জেকেট এর কিছু নির্দিষ্ট কিছু প্রসেসে কিছু অত্যাবশকীয় টাক দিতে হয়। 
 

টেক (TACK) কি?

টেক দৃঢ় ও স্থায়ী সংযোজন অর্থে ব্যবহৃত করা হয়। বিষয়টা হচ্ছে এমন যে একেবারে ফিক্সড করে দেয়ার মতো। Bar এর ইংরেজি শব্দের একটি অর্থ হচ্ছে দন্ড। যার অর্থাৎ সোজা।

আর তাই আমাদের কাছে সবচেয়ে সুপরিচিত প্রসেস Bar Tack মানে হল দন্ড আকারের টেক (Tack)। তাই আমরা সবসময়ই Bar Tack কে সোজা দেখি।
ট্যাগ
ট্যাগ

ট্যাগ (TAG) কি?

কোন কিছু ঝুলিয়ে কিংবা টাঙিয়ে সংযোজন করলে তখন এটিকে TAG (ট্যাগ) দ্বারা বুঝানো হয়। যেমনঃ Hangtag ইত্যাদি। একইভাবে Sample Tag এরকম আরও অনেক ধরনের Tag এর ব্যবহার রয়েছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন