ব্যবস্থা প্রবাহ নমুনা কি?
ব্যবস্থা প্রবাহ নমুনা জানতে হলে প্রথমে তন্তু বা ব্যবস্থা এবং ব্যবস্থা দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আমাদের জীবনব্যবস্থা বা সমাজব্যবস্থা নানাবিধ তন্ত্র বা ব্যবস্থা দ্বারা পরিবেষ্টিত। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই এক একটি পৃথক ব্যবস্থা। এ সকল ব্যবস্থার মধ্যে কোন কোন ব্যবস্থা প্রাকৃতিক আবার কোন কোন ব্যবস্থা অপ্রাকৃতিক। সৌরমন্ডলীয় তন্ত্র, প্রাণিতন্ত্র, পোকামাকড় তন্ত্র, পরিবেশ তন্ত্র ইত্যাদি প্রাকৃতিক তন্ত্রের উদাহরণ।ব্যবস্থা প্রবাহ নমুনা |
তেমনি সামাজিক তন্ত্র, বাণিজ্যিক তন্ত্র ইত্যাদি মানুষের সৃষ্টি, তাই এগুলো অপ্রাকৃতিক তন্ত্র। ব্যবস্থা দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য হল একটি প্রয়োজনীয় তন্ত্র বা ব্যবস্থা গঠনের মাধ্যমে উৎপাদনের উপাদানসমূহ এবং উৎপাদন প্রক্রিয়া চিহ্নিত করা, ব্যাখ্যা করা এবং এদেরকে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত করা, যাতে বাস্তবমুখী ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয়। এরুপ দৃষ্টিভঙ্গির কারণে ব্যবস্থাপক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে সমর্থ হন।
আরও পড়ুনঃ
- গার্মেন্টসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার?
- ইতিহাস কেন পড়বো?
- ফেব্রিক এর ফেইস ও ব্যাক সাইড চেনার উপায়?
ব্যবস্থা প্রবাহ নমুনার প্রবাহ চার্ট?
ব্যবস্থা প্রবাহ নমুনা সাধারণত প্রবাহ চার্ট অথবা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। নিম্নে এরুপ একটি ব্যবস্থার প্রবাহ ছক উপস্থাপন করা হলঃউপকরণসমূহ (Inputs)→রূপান্তর প্রক্রিয়া (Conversation process)→উৎপাদন (Output)↑ফলাবর্তন (Feedback)
উৎপাদন ব্যবস্থার কয়টি অংশ ও কি কি?
উৎপাদন ব্যবস্থার প্রধান অংশ হল তিনটিঃ- উপকরণসমূহ (Inputs)
- রূপান্তর প্রক্রিয়া (Conversation process)
- উৎপাদন (Output)
উপকরণসমূহ (Inputs)
কাঁচামাল, পরিবেশ, শক্তি, শ্রম, পুঁজি, ব্যবস্থাপনা ও তথ্যাদি।রূপান্তর প্রক্রিয়া (Conversation process)
এ স্তরে কাঁচামাল রুপান্তরিত হয়।উৎপাদন (Output)
এ স্তরে উৎপাদন পাওয়া যায় অর্থাৎ কাঁচামাল রুপান্তরিত হয়ে ব্যবহার উপযোগী দ্রব্যে পরিণত হয়।এখানে লক্ষ্য করার বিষয় হল উৎপাদনের মান কম বেশি হতে পারে উপকরণ ও প্রক্রিয়ার কারণে। সেজন্য উৎপাদন যাচাই করে উপকরণের মান বৃদ্ধি করতে হতে পারে।
আবার উপকরণ যদি ঠিক থাকে সেক্ষেত্রে প্রক্রিয়াকে উন্নত ও ত্রুটিমুক্ত করার প্রয়োজন হবে। এভাবে ফলাবর্তনের মাধ্যমে ব্যবস্থার উন্নয়ন করে কম খরচে উন্নত অথচ অধিক উৎপাদন পাওয়া সম্ভব।