Sewing Inlay ও Seam allowance কি?
Seam allowance |
গার্মেন্টস সেক্টরে Sewing Inlay এবং Seam allowance এই শব্দ দুটি আমরা প্রায়শই শুনে থাকি এবং এগুলো বিভিন্ন কাজে বলে থাকি। কিন্তু এগুলো প্রায় একই মনে হলেও এদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। চলুন যেনে নেওয়া যাক।
Sewing Inlay |
Sewing Inlay কি?
Sewing Inlay মানে হল বর্ধিত অংশ। অর্থাৎ দুটি পার্ট জোড়া দেয়ার জন্য যখন আমরা তাতে সুইং বা সেলাই করি তখন যেই অংশ হাতে রেখে সেলাই করি তখন ঐ বর্ধিত অংশটাই হচ্ছে sewing Inlay।Sewing Inlay |
আর এই sewing Inlay কম বেশি হতে পারে আপনার কাজের পরিস্থিতি অনুযায়ী।
Seam allowance কি?
Seam allowance হচ্ছে বায়ারের চাহিদা অনুযায়ী এবং ফেব্রিকের গঠনের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণ Allowance অবশ্যই রাখতে হবে, যাকে বলা হয় Seam allowance। যেমনঃ Woven ফেব্রিকের জন্য ৩/৮" allowance রাখা বাধ্যতামূলক এবং এর যদি কম হয় তবে ঐ Seam জোড়া দেওয়াটা secured হবে না।একইভাবে লক স্টিচ ফেব্রিকের এর জন্য ১/২" allowance এর প্রয়োজন হয়। আর তাই সীম allowance হল যতটুকু allowance না রাখলেই নয় ততটুকুই রাখতে হবে। তবে এর কমবেশি হতে পারবেনা। কম হলে insecure আবার বেশি হলে Measurement এর সমস্যা দেখা দেবে।
Seam allowance |
আরেকটি বিষয় Sewing Inlay নিয়ে বলব যে, আমরা সুইং লাইনে দেখি যে কাটিং হয়ে যাওয়ার পরও যখন Measurement কম বেশি হয় কিংবা কোন একটা প্রসেসের Shape বা আকার ঠিক করতে হয়। তখন টেকনিশিয়ান অপারেটর কে বলেন যে, Inlay একটু বাড়িয়ে ধরতে কিংবা একটু কমিয়ে ধরতে বলেন।
Seam allowance |
তবে যদি তা ঠিক করা সম্ভব হয়। এখানে সবার একটা Quality issue অবশ্যই মাথায় রাখতে হবে যে, কাজ ঠিক করতে গিয়ে Allowance কম বেশি করে যেন Product টা insecure না হয়। তবে Insecure হলে এতে শিপমেন্ট হলেও Product বেশি টেকসই হবে না এবং সবশেষে Consumer এবং বায়ার ক্ষতিগ্রস্থ হবে।
পরিশেষে তাই বলা হয় যে সকল Seam allowance এক প্রকার sewing Inlay। কিন্তু সকল sewing Inlay, Seam allowance নয়।