ফ্যাশনের ক্ষেত্রে জুয়েলারির গুরুত্ব?
ফ্যাশনের ক্ষেত্রে জুয়েলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কেউ লাল রঙের শাড়ি পরিধান করে বেগুনি রঙের নেকলেস বা দুল পরিধান করে বা গোলাপি রঙের কামিজ পরে, যদি নীল রঙের কানের দুল পরে তবে তা ফ্যাশনের মাধুর্যতা নষ্ট করে। পক্ষান্তরে যদি শাড়ি কামিজ ইত্যাদির সাথে কালার অনুযায়ী জুয়েলারি নেকলেস, কানের দুল, হাতের চুড়ি, আংটি ইত্যাদি ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে ফ্যাশনের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
ফ্যাশনের ক্ষেত্রে জুয়েলারির গুরুত্ব |
তাছাড়া শাড়ির সাথে ভারী গহনা এবং কামিজের সাথে হালকা গহনা ব্যবহার করলে ফ্যাশনের ক্ষেত্রে তা খুবই আকর্ষণীয় হয়। মানুষের চেহারার মাধুর্যতা ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে ফ্যাশনের ক্ষেত্রে জুয়েলারি এর গুরুত্ব অতুলনীয়।