ডিসাইজিং এর ত্রুটি?

ডিসাইজিং এর ত্রুটি?

ডিসাইজিং প্রক্রিয়ার ত্রুটি, কারণ ও প্রতিকারঃ
  • হাইড্রোলাইসিস অব সেলুলোজ 
  • খারাপ ডিসাইজিং 

হাইড্রোলাইসিস অব সেলুলোজ

কারণঃ
এসিড স্টিপিং করা কাপড় পাইলিং অবস্থায় বাতাসের সংস্পর্শে এলে পানি বাষ্পে পরিণত হয়। 

ডিসাইজিং প্রসেস
ডিসাইজিং প্রসেস

যার ফলে সে স্থানে এসিডের ঘনত্ব বৃদ্ধি পায় এবং সে স্থানে সেলুলোজ নিজেই হাইড্রোলাইসিস হয় এবং কাপড় ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ


প্রতিকারঃ
পাইলিং করা কাপড় যাতে বাতাসের সংস্পর্শে আসতে না পারে সেজন্য মোটা শরীর ফুলে ঢেকে রাখতে হবে। 

খারাপ ডিসাইজিং

কারণঃ 
ডিসাইজিং দ্রবণের তাপমাত্রা, pH, সময় ইত্যাদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে এনজাইম ধ্বংস হয়ে যায় এবং ডিসাইজিং খারাপ হয়।

প্রতিকারঃ
ডিসাইজিং দ্রবণের তাপমাত্রা, pH ও সময় সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। 
Next Post Previous Post